মহামেডান-৩(মার্কাস জোসেফ ২,ওসমানে) ভবানীপুর-০।
মোস্তাফিজুর রহমান, নৈহাটি, আপনজন: সেই ডুরান্ড থেকে শুরু করে এখনও পর্যন্ত কলকাতার তিন প্রধানের মধ্যে একমাত্র মহামেডানই ঝলমলে।মাঠ ও মাঠের বাইরের সমস্যায় জর্জরিত দুই প্রধানকে টেক্কা দিচ্ছে 'সুখী পরিবার' মহামেডান। সুপার সিক্সের ম্যাচে এদিন নৈহাটির প্রবল গরমেও উজ্বল সাদাকালো ব্রিগেড। যথেষ্ঠ শক্তিশালী ভবানীপুরকে একপ্রকার উড়িয়েই দিলো আন্দ্রে চের্নিশভ বাহিনী। প্রথমার্ধের ৮ মিনিটেই গোল পেয়ে যেত মহামেডান, যদি না গোলকিপারকে একা পেয়েও গায়ে না মারতেন মার্কাস।তবে প্রথম গোল এলো সেই মার্কাসের পায়েই। প্রথমার্ধের ইনজুরি টাইমে জুডিকা'র ভাসানো ক্রুসে হেডে মহামেডানকে এগিয়ে দেন ক্যারিবিয়ান দৈত্য মার্কাস জোসেফ (১-০)। এরপর দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে প্রিতম সিং-এর শট ভবানীপুরের বিদেশী ফরোয়ার্ড ক্রিজোর হাতে লাগলে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সেই মার্কাস (২-০) এবং মহামেডানের আর এক বিদেশী ওসমানে ৭২ মিনিটে আম্বেকরের ভাসানো সেন্টারে ব্যাক হেডে ভবানীপুরের কফিনে শেষ পেরেক পুঁতে দেন (৩-০)। এই জয়ের ফলে গতবারের মতো এবারও চ্যাম্পিয়নের দাবিদার মহামেডানই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct