এহসানুল হক, বসিরহাট, আপনজন: শিক্ষায় মানুষের মেরুদন্ড তাই শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে হবে মানুষের মধ্যে। শিক্ষায় একমাত্র পারে মানুষকে সুন্দরভাবে গড়ে তুলতে। এদিন শিক্ষা বিষয় নিয়ে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হল বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসা। অনুষ্ঠানের বিশেষ নাম দেয়া হল চলো “স্বপ্ন দেখি”। ছাত্র-ছাত্রীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শিক্ষা নিয়ে যে স্বপ্ন কিভাবে বাস্তবায়ন করা যাবে সেই বিষয় নিয়েও আলোকপাত করা হয়। এদিন এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাটের ডিএসপি অর্থাৎ অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সারোয়ার, ছিলেন আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্পাদক জাহির হোসেন, বিশিষ্ট সমাজসেবী মেশকাতুর রহমান, উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আবু বকর, উপস্থিত ছিলেন শিক্ষক মাওলানা বাকি বিল্লাহ , উপস্থিত ছিলেন কাউন্সিলর তুহিনা পারভীন সহ একাধিক বিশিষ্ট জনেরা। এদিন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম বলেন, করোনা কালে যখন বাচ্চারা পড়াশোনা থেকে দূরে সরে গিয়েছিল আমরা একটি বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছিলাম চলো স্কুলে যায়। আজ বাচ্চারা স্কুলমুখী হয়েছে তাই বাচ্চাদের স্বপ্ন দেখাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নাম দেওয়া হয়েছে চলো স্বপ্ন দেখি। প্রত্যেক ছাত্র-ছাত্রীদের স্বপ্নকে বাস্তবায়ন করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছি আমরা। ছাত্র-ছাত্রীদের মধ্যে বাছাই করে তাদের বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হবে যাতে তারা শিক্ষা নিয়ে বড় স্বপ্ন দেখতে পারে। এদিন অতিরিক্ত সুপার গোলাম সারোয়ার বলেন, চলো স্বপ্ন দেখি এই যে উদ্যোগ আমিনিয়া সিনিয়র মাদ্রাসার তরফ থেকে আমার খুব ভালো লেগেছে। বাচ্চাদের প্রতি বার্তা দেন তিনি, তোমরা বড় হও, ভালোভাবে শিক্ষা অর্জন করো, যাতে দেশের সুনাম হয় এলাকার সুনাম হয় । মাদ্রাসা সম্পাদক জাহির হোসেন বলেন, শিক্ষা মানুষের বাঁচতে শেখায়, তাই শিক্ষা নিয়ে বাচ্চাদের বা শিক্ষার্থীদের স্বপ্ন দেখতে হবে। যাতে সেই স্বপ্ন বাস্তবায়ন রূপে তুলে ধরা যায়। তাই মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শুধু আজ নয় এই অনুষ্ঠান চলবে লাগাতার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct