প্রতিবাদ হীন
নাদিরা বেগম
অভাবের তাড়নায় মানুষ আজ হাভাতে
পোড় খাওয়া জীবন সমাজের ঘুর্নিপাকে
প্রতিবাদের কণ্ঠস্বর কাঁদে নিরবে নিভৃতে
মুখ থুবরে পড়ে থাকে আশাহত জীবনে।
চোখ কান সব আছে অন্ধ কালা সাজে
জন্ম থেকে লালিত বাসনার কবর খুড়ে
অভাব তাড়িত জীবনের মৃত্যু কামনা করে ।
নাই শব্দটা কানের কাছে করুন সুরে বাজে
অশ্রু বন্যা আষাঢ়ে বৃষ্টি হয়ে চোখে ঝড়ে
অভিশপ্ত জীবনের জন্মটাকে দায়ী করে
জন্মকালে যারা জানিয়ে ছিলো স্বাগতম
তাদের কাছে আজ জীবন্ত মরণ।
কঙ্কালসার দেহের পরতে পরতে অভাবের যন্ত্রনা
চোখের জলে সমুদ্রের স্রোতের আস্ফালন
তাদের দীর্ঘশ্বাসে বাতাসের বাড়ে ওজন
এইতো তাদের ভালো থাকার জীবন।
ভাষাহীন নীরব দর্শক
প্রতিবাদের শক্তি সাহস আটক
জেল জরিমনা প্রতিবাদহীন
মানুষের ভাগ্যের লিখন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct