সেক আনোয়ার হোসেন, সুতাহাটা, আপনজন: সুতাহাটা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন ও প্রবীন তৃণমূল কংগ্রেসের কর্মীদের সংবর্ধনা বাজিতপুর সারদামণি বিদ্যালয়ে, এই সম্মেলন জন সভায় পরিনত হয়,কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্লক সভাপতি অশোক মিশ্র বলেন, কর্মীদের শক্তিকে পাথেয় করে আগামী পঞ্চায়েত নির্বাচন হবে, সৌমেন মহাপাত্র বলেন ২০২১ এর বিধানসভা নির্বাচনের আগে যারা ডেইলি প্যাসেঞ্জারি করত তারা বলতো বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আর এখন ইউনেস্কো বলছে বাংলার দুর্গাপুজো বিশ্বের অন্যতম সেরা। এদিন সৌমেন কুমার মহাপাত্র সুতাহাটার বাজিতপুর সারদামণি বিদ্যালয়ে তৃণমূলের বিজয় সম্মিলনীতে আরো বলেন জনসংযোগ দিয়ে তৃণমূল কংগ্রেস ঢেলে সাজানো হচ্ছে। তৈরি হচ্ছে নতুন কমিটি নতুন কমিটি হলে যারা বাদ যান তাদের মধ্যে রাগ হয়, এটা স্বাভাবিক। তার সঙ্গে তৃণমূল গেল গেল তৃণমূল উঠে গেল এসবের কোনও সম্পর্ক নেই। বিজেপির সাংসদ দিলীপ ঘোষ কে কটাক্ষ করে সৌমেন কুমার মহাপাত্র বলেন, কুরুচিকর মন্তব্য না করলে দিলীপ ঘোষ সুস্থ থাকে না। শুভেন্দু কে এক হাত নেন সৌমেন তিনি বলেন ফাটা কলসীর আওয়াজ বেশি। এদিনের বিজয়া সম্মিলনী ও সংবর্ধনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুপ্রিয় চন্দ, তমলুক সাংগঠনিক বিভাগের জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক দাস, সুতাহাটা ব্লকের তৃণমূল সভাপতি অশোক কুমার মিশ্র, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আঞ্জুমা বিবি, পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান সহ অনেকেই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct