ববিত মন্ডল, বাউড়িয়া, আপনজন: দ্বিতীয় বর্ষের প্রতিযোগিতার সময়সূচি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কোরআনের আলো ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় সংস্থার প্রধান কার্যালয় বাউড়িয়ার মোহাম্মদীয়া মাদ্রাসায়। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি মুফতি মুমতাজ আহমাদ সম্পাদক মোঃ সায়াদ, মোঃ আঃ মাতিন, ক্বারী সামিউদ্দিন, মুফতি আশফাক আহমদ, মোঃ জালাল উদ্দিন সাঈদী, ক্বারী ফারুক আবদুল্লাহ সহ ফাউন্ডেশনের শীর্ষ নেতৃত্ব। সভা শেষে ফাউন্ডেশন সভাপতি জানান চলতি বছরের প্রতিযোগিতায় বাংলার বাইরে অসম, ত্রিপুরা, বিহার ও ঝাড়খণ্ড থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। ডিসেম্বর মাসে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। জেলা গুলিকে জোন ভিত্তিক বিভক্ত করে ধাপে ধাপে কোয়ার্টার ফাইনাল পর্ব চলবে এবং আগামী বছর মার্চে ষাট জন প্রতিযোগী নিয়ে হাওয়া জেলার কল্যানপুর মাদ্রাসায় সেমিফাইনাল পর্ব শুরু হবে। উল্লেখ্য প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নথিভুক্ত করার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct