প্রস্থান
কেতকী মির্জা
সাদামাটা পাকা ফল—
একমনে ঝুলছিল
নীচ দিয়ে কে এল কে-ই বা গেল
দেখা হয়নি কো বেচারার কোনদিন।
যেদিন সেই অনিবার্য টানে —
সে ঝাঁপ দিল মাটিতে
অবাক হয়ে সে দেখল — সেই সাদামাটা পাকা ফল
ধীর পায়ে হেঁটে চলে গেল তার নিজের ছায়া।
তারপর রাত্রি ভিজে উঠল
প্রতিবেশিদের উদাসীন বৃষ্টিতে
একটা একটা করে সে নিভিয়ে দিল
সুসজ্জিত ল্যাম্পপোষ্টসমূহের
স্থির দাঁড়িয়ে থাকা সব সুউচ্চ মায়া।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct