সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল করতে, মুর্শিদাবাদ জেলার নাম মুছে দেওয়ার চক্রান্ত ব্যর্থ করতে গ্রাম পঞ্চায়েতে গণতন্ত্র ফেরাতে স্কুল কলেজে শিক্ষক নিয়োগের দাবিতে মুর্শিদাবাদ জেলা এসএফআই কমিটির ডাকে প্রকাশ্য সমাবেশ। সাগরপাড়া হাই স্কুল প্রাঙ্গণে। সমাবেশের মঞ্চ থেকে রাজ্য সরকার থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে কড়া ভাষায় সমালোচনা করেন এবং হুঁশিয়ারি দেন। শুধু পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য নয় ফিরহাদ, ভাইপো, পিসি সব্বাই জেলে যাবে। পাশাপাশি এসএফআই নেতৃত্ব বলেন ভাইপোর চিন্তা নেই আমরা এসএফআই কর্মীরা ভাইপো কে চোঁখ দান করবো কেননা জেলের অবস্থা দেখে রাখার জন্য।কারণ সেই জেলেই একদিন ভাইপো কেও যেতে হবে। উপস্থিত ছিলেন মীনাক্ষী মুখার্জি, প্রতিকুর রহমান , দীপশিখা ধর, শাহ নওয়াজ হোসেন সহ আরো অনেকে। বাম কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল সাগর পাড়া স্কুল মাঠে। রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া পঞ্চায়েত নির্বাচনে গুরুত্ব পূর্ণ ভূমিকা নিবে যুবরা বলে মনে করছেন এদিনের সমাবেশ দেখে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct