সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা মুর্শিদাবাদের জলঙ্গীর ঘোষপাড়ার বিস্তীর্ণ এলাকা। আর সেই সীমান্ত এলাকার চর উদয় নগর কলোনি, হিন্দু কলোনি, নতুন কলোনিতে জনসংযোগ করতে পৌঁছে গিয়েছেন বিএসএফ আধিকারিক, ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। এদিন সকাল সকাল সীমান্তের পথে রওনা দেন ১৪১ নং বিএসএফের সি ও এন এস রাউতেলা বিডিও শোভন দাস, সহকারী বিডিও সুশান্ত মন্ডল, ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত সঞ্চালক রাজদুল ইসলাম, পঞ্চায়েত সদস্য রফিকুল ইসলাম বাবু সহ বিশিষ্ট ব্যক্তিরা মিলে চরের বসবাস কারীদের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনার পরে একাধিক সমেস্যা সমাধান করেন । স্থানীয়দের দাবি বিএসএফের কাছে তাদের কৃষি কাজের যে সমস্ত প্রয়োজনীয় জিনিষ যেমন সার কীটনাশক বীজ নিয়ে আশার জন্য অনেক সমস্যায় পড়তে হয় সীমান্তে। অতিথিদের আসতে সমেস্যা, বিএসএফ আধিকারিক তাদের দাবিতে সমাধান করে দেন শোনা মাত্র। বিডিও শোভন দাসের কাছে জানান দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কেন্দ্রে কোনো পরিষেবা পাওয়া যায়না, শোলার লাইট অচল, রাস্তার সমেস্যা গুলো তুলে ধরেন গ্রাম বাসীরা। তার পরে গ্রাম বাসীদের কথা শোনার পরে স্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সহ স্বাস্থ্য কর্মীরা থাকবেন আর কষ্ট করে দূরে যেতে হবেনা স্বাস্থ্য পরিষেবা সীমান্তের গ্রামে পাওয়া যাবে বলেও জানান। তিনি আরো বলেন চরের জন্য একটি অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করা হয়েছে খুব তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স সীমান্তের মানুষের পরিষেবার কাজে শুরু হবে। রাস্তার বিষয়ে জানান রাস্তার টেন্ডার হয়ে আছে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হবে। সোলার লাইটের বিষয়ে জেলায় জানানো হবে, আর চরের জন্য এগারো হাজার ভোল্টের বিদ্যুৎ নিয়ে আশার কথা চলছে সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলেও জানান বিডিও। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাজদুল ইসলাম বলেন সীমান্তের মানুষের সমেস্যার কথা যেভাবে বিএসএফ ও বিডিওরা শুনলেন ও অনেক সমেস্যার সমাধান করেদিলেন এদিনের আলোচনার মাধ্যমে চর বাসির পক্ষ থেকে ধন্যবাদ জানান আধিকারিকদের। তিনি আরো বলেন আমরা চরের সমেস্যার কথা তুলে ধরেছি যে গুলো সমাধান হয়নি আশাকরি সেই গুলো হয়ে যাবে। তবে চরের রাস্তা ও বিদ্যুতের সমস্যা বেশি এই গুলো হয়ে গেলে অনেকটায় উপকৃত হবে সীমান্ত লাগোয়া চর বাসীরা। স্থানীয়রা আধিকারিক ও জনপ্রতিনিধিদের এহেন উদ্যোগে খুশি আমরা বলে জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct