শামিম আহমেদ, বারাসত, আপনজন: ১৩ অক্টোবর বিশ্ব দৃষ্টি দিব দিন কে স্মরণীয় করে রাখতে ব্রেনওয়ার মেইন ক্যাম্পাস থেকে বারাসাত কাজীপাড়া রেল গেট পর্যন্ত অপ্টোমেট্রি ছাত্রছাত্রীদের নিয়ে পথ সমাবেশ হয় যার মূল মন্ত্র ছিল ‘চোখের নিন যত্ন, এটি অমূল্য রত্ন’। বিশ্ববিদ্যালয়ের সেমিনার হলে বিশ্ব দৃষ্টি দিবস সাড়ম্বরে পালিত হয়। ওই বিভাগের ডিন ডক্টর গোপেস্বর মুখার্জী চক্ষু সচেতনতা এবং চক্ষুদান নিয়ে বিস্তর আলোচনা করেন। বক্তৃতায় উদ্বুদ্ধ হয়ে এক ঝাঁক শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী মরণোত্তর চক্ষুদান করেন। বিশেষ দিনটি উপলক্ষে পার্শ্ববর্তী এলাকায় একটি ফ্রি চক্ষু পরীক্ষা শিবিরে প্রায় শতাধিক আবালবৃদ্ধবনিতার চক্ষু পরীক্ষা করেন। এদিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. অমিতাভ বিশ্বাস (ডিরেক্টর, সুনেত্রা ফ্যামিলি আই কেয়ার সেন্টার), বিশিষ্ট অপ্টোমেট্রিস্ট নীনা বিশ্বাস, ম্যারি স্মৃতা উইলসন (ম্যানেজার, এসিলোর) প্রমুখ। মূল উদ্যোক্তা অধ্যাপিকা সায়নী পাল চৌধুরী জানান, শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রীদের সহযোগিতা ছাড়া এত সুন্দর অনুষ্ঠান কখনোই সুসম্পূর্ণ করা সম্ভব হত না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct