অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: রাজ্য সরকার ও কেন্দ্র সরকার যেভাবে সরকারকে পরিচালনা করছে তাদের সাধারণ মানুষের নাজেহাল অবস্থা হয়ে দাড়াচ্ছে। এর থেকে মুক্তি পেতে সাধারণ মানুষকে একত্রিত হতে হবে। শনিবার বালুরঘাটে প্রকাশ্য সমাবেশ মঞ্চ থেকে এভাবেই বার্তা দিলেন আরএসপি’র রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী। উল্লেখ্য, আরএসপি’র রাজ্য সম্মেলনকে সামনে রেখে শনিবার বালুরঘাটে অনুষ্ঠিত হলো প্রকাশ্য সমাবেশ। এদিনের এই প্রকাশ্য সমাবেশে উপস্থিত ছিলেন আরএসপির রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, আরএসপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য সুভাষ নস্কর সহ আরো অনেকে। এদিনের এই প্রকাশ্য সমাবেশের মঞ্চ থেকে একাধিক বিষয় নিয়ে স্বরব হন বিশ্বনাথ চৌধুরী। বিশ্বনাথ বলেন, ‘এটি ২২ তম রাজ্য সম্মেলন হতে চলেছে। এই সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।কেননা একদিকে কেন্দ্রীয় সরকার অন্যদিকে রাজ্য সরকার রাজ্য এবং কেন্দ্র তাঁরা যেভাবে সরকারকে পরিচালনা করছে; স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের তাতে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। কেন্দ্র সরকার আজকে বিভিন্ন জায়গাতে যেভাবে বিভিন্ন জিনিসপত্র মূল্য বৃদ্ধি করছেন এরপরে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে না। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই আমরা মনে করছি সাধারণ মানুষের লড়াই আন্দোলনকে জোরদার করতে হবে।’ বর্ষিয়ান এই আরেসপি নেতা আরো জানান, ১০০ দিনের কাজ বন্ধ রাখা হয়েছে। এর ফলে কৃষকরা সম্পূর্ণ বঞ্চিত হচ্ছে। অন্যদিকে, রাজ্যে শিক্ষা ক্ষেত্রে নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এর রাজ্য সরকার তোলাবাজির সরকার হয়ে দাঁড়িয়েছে। টিভি খুললে দেখা যাচ্ছে হাজার হাজার কোটি টাকা তসরুপ হয়েছে এবং তার সাথে যুক্তরা জেল খাটছেন। এ অবস্থায় দাঁড়িয়ে যদি আমরা একত্রিত হতে না পারি তাহলে আমাদের ব্যর্থ হবে সমস্ত কিছু।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct