আপনজন ডেস্ক: যুক্তরাষ্ট্রের পর এবার তেলআবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করতে যাচ্ছে যুক্তরাজ্য। এরই পরিপ্রেক্ষিতে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে লেখা চিঠিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাসের সিদ্ধান্তের বিষয়ে গভীর উদ্বেগের কথা জানিয়েছেন ফিলিস্তিনি মুসলিমদের নেতারা। ফিলিস্তিনের অধিকৃত পূর্ব-জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসা তত্ত্বাবধানকারী ফিলিস্তিন-জর্দানভিত্তিক সংস্থা ইসলামিক ওয়াকফ বিভাগ ব্রিটিশ রাজার উদ্দেশ্যে এ বিবৃতি তৈরি করে। এতে ফিলিস্তিনের বর্তমান গ্র্যান্ড মুফতি শায়খ মুহাম্মদ হুসাইন ও সাবেক গ্র্যান্ড মুফতি শায়খ ইকরামা সাবরি সম্ভাব্য এ স্থানান্তরের তীব্র নিন্দা জানান। গত ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্ক সফরকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তর করার বিষয়ে কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিস ট্রাস। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে পর্যালোচনা করছেন বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct