আপনজন ডেস্ক: গত ১২ অক্টোবর চ্যাম্পিয়নস লিগে শাখতার দোনেস্কের বিপক্ষে শেষ মুহূর্তে হেডে গোল করে রিয়ালকে হার থেকে রক্ষা করেন অ্যান্টোনিও রুডিগার। কিন্তু হেড করতে গিয়ে প্রতিপক্ষ গোলকিপারের সঙ্গে সংঘর্ষে মাথায় আঘাত পান এই ডিফেন্ডার। পরবর্তীতে তাঁর মাথায় দিতে হয়েছে ২০টি সেলাই। এমন অবস্থাতেই এল ক্লাসিকোতে খেলবেন জার্মান এই ফুটবলার। আজ রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের শুরু থেকেই দেখা যাবে রিয়ালের রক্ষণভাগের খেলোয়াড় রুডিগারকে। তবে মুখে সুরক্ষাকারী মাস্ক পড়ে খেলবেন তিনি। এমনি জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি,’রুডিগার একজন যোদ্ধা। বার্সেলোনার বিপক্ষে খেলার জন্য সে প্রস্তুত আছে। তাঁর মাথায় এখন আর কোনো ব্যথা নেই। তবে সে মাস্ক পড়ে খেলবে।’ গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়াল পাচ্ছে না গোলরক্ষক থিবো কোর্তুয়াকে। অনুশীলনে ফিরলেও এখনো ম্যাচ খেলার জন্য উপযুক্ত নন তিনি। তাঁর জায়গা রিয়ালের পোস্ট সামলাবেন আন্দ্রে লুনিন। ৮ ম্যাচে সমান ২২ পয়েন্ট দুই চিরপ্রতিদ্বন্ধী দলের। গোল ব্যবধানে এগিয়ে থাকার শীর্ষে বার্সেলোনা, দ্বিতীয় অবস্থানে রিয়াল মাদ্রিদ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct