আপনজন ডেস্ক: যৌথভাবে বৈশ্বিক ক্ষুধা সূচক-২০২২ শীর্ষক রিপোর্ট প্রকাশ করেছে আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও জার্মানভিত্তিক ওয়েল্ট হাঙ্গার হিলফ। ১২১টি দেশের মধ্যে ক্ষুধার সূচকে ভারত পাকিস্তান, এমনকী বাংলাদেশের থেকেও পিছিয়ে পড়েছে। ক্ষুধার সূচকে ভারতের স্থান যেখানে ১০৭, সেখানে বাংলাদেশের স্থান ৮৪। আর পাকিস্তানের স্থান ৯৯। ২০২১ সালের ভারতের অবস্থান ছিল ১০১। ক্রম তালিকায় ৫-এর নীচে রয়েছে চিন, চিলি, ক্রোয়েশিয়া, রুমানিয়া, তুরস্ক, বেলারুশ ও কুয়েতসহ ১৭টি দেশ ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct