সুব্রত রায়, কলকাতা, আপনজন: স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগের উদ্দেশ্যে বেনজির পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ ও নথি যাচাই প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিল পর্ষদ। নিয়োগ প্রক্রিয়া নিয়ে ভবিষ্যতে কোনও প্রশ্নের মুখে পড়লে যাতে প্রমাণ হাজির করতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ, সেই কারণে এই সিদ্ধান্ত। পর্ষদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে রাজনীতিবিদ থেকে শুরু করে শিক্ষাজগতের বিশিষ্ট ব্যক্তিরা।সূত্রের খবর, নিয়োগের ইন্টারভিউ পর্বের শুধু ভিডিও রেকর্ডিং নয়, রেকর্ডের পর সেই ভিডিও ফুটেজ সংরক্ষণ করে রাখবে পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়ার ভিডিও রেকর্ডিং করার পাশাপাশি নথি যাচাইয়ের প্রক্রিয়ারও ভিডিও রেকর্ড করা হবে। প্রসঙ্গত প্রাথমিকে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিকে নিয়োগ নিয়ে যাতে ভবিষ্যতে যাতে কোনও প্রশ্ন না ওঠে, বা উঠলেও যথাযথভাবে প্রমাণ হাজির করা যায় সেই বিষয়টি মাথায় রেখে ভিডিও রেকর্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। টেট উত্তীর্ণরা ইন্টারভিউ রুমে ঢোকার সময় থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শেষ কের বেরিয়ে যাওয়া পর্যন্ত পুরো সময় পর্ব ভিডিও রেকর্ডিংয়ে ধরে রাখা হবে।প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করার পরও কলকাতা হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। পর্ষদের তরফে জারি করা বিজ্ঞপ্তির কিছু বক্তব্য নিয়ে মূলত মামলা করেছে চাকরিপ্রার্থীদের একাংশ। তার মাঝে শুক্রবার থেকে আবেদন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত এই আবেদনপত্র জমা দেওয়া যাবে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct