আপনজন ডেস্ক: বেকারত্বের হার বৃদ্ধি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়ার বিরুদ্ধে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ অভিযানের সূচনা করল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। “দেশ জুড়ে তোলপাড়, বেহাল দশা জীবিকার” এই শিরোনামে শনিবার থেকে ৩০ অক্টোবর পর্যন্ত সারা দেশব্যাপী নানান রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া যে বিক্ষোভ অভিযানের ডাক দিয়েছে। তারই অংশ হিসেবে আজ পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য দফতরে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক আবু তাহের আনসারী, রাজ্য ট্রেজারার মামুন আকতার হোসেন, ফ্র্যাটারনিটি মুভমেন্ট এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু জাফর মোল্লা, ফিটু-র রাজ্য সম্পাদক মহিনুর জামান সহ অন্যান্য নেতৃত্ব।
এদিনের সাংবাদিক সম্মেলনে পার্টির পক্ষ থেকে উল্লেখ করা হয়, দেশ যখন আজ স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে ‘স্বাধীনতার অমৃত মহোৎসব’ পালনে মগ্ন তখন ‘সুদিনের’ স্বপ্নে বিভোর দেশবাসীর জীবনে আশঙ্কার কালো মেঘ দানা বাঁধছে। দেশের এমন এক সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করে পার্টির রাজ্য সাধারণ সম্পাদক সারওয়ার হাসান মন্তব্য বলেন, প্রধানমন্ত্রীর গালভরা প্রতিশ্রুতিগুলিকে আজ মিথ্যা প্রমাণিত করেছে। সরকারের ভুল অর্থনৈতিক সিদ্ধান্ত দেশকে বেসরকারীকরণের দিকে নিয়ে গেছে, পরগাছা পুঁজিবাদ বৃদ্ধি পেয়েছে। এক ডলার এর মূল্য দাঁড়িয়েছে ভারতীয় মুদ্রায় ৮২ টাকা। ওয়েলফেয়ার পার্টির রাজ্য রাজ্য সভাপতি মনসা সেন বলেন, একটি কল্যাণকামী গণতান্ত্রিক রাষ্ট্রে জনতার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি ও সরকার শিক্ষা-স্বাস্থ্য-বাসস্থান, চাকরির মতো জনজীবনের মৌলিক চাহিদাগুলি পূরণ করার ক্ষেত্রে দায়বদ্ধ জনতার প্রতি দায়বদ্ধ। কেন্দ্র বা কোনও রাজ্যের সরকার এই দায়বদ্ধতা বা কর্তব্যকে কোনওভাবেই এড়িয়ে যেতে পারে না। নৈতিক ভাবে তাই ক্ষমতায় থাকার কোনও অধিকার থাকে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct