মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: এ বছর বিশ্বব্যাপী শীর্ষ দু শতাংশ বিজ্ঞানীদের তালিকা প্রকাশ করা হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪২ জন অধ্যাপক এবং গবেষক বিশ্বব্যাপী শীর্ষ দু শতাংশ বিজ্ঞানীদের তালিকা রয়েছেন। আমেরিকার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি এই তালিকা তৈরি করেছে। তারা ১ সেপ্টেম্বর, ২০২২ পর্যন্ত সমস্ত অধ্যাপক এবং গবেষকদের স্কোপাস প্রোফাইল এর উপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই বার ই প্রথম এতো জন অধ্যাপক এবং গবেষক বিশ্বব্যাপী শীর্ষ দু শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। ৪২ জনের মধ্যে বেশ কয়েকজন আছেন, যারা পর পর তিনবার এই তালিকাভুক্ত হলেন। উল্লেখ্য, যাদবপুরের গবেষক সেখ আব্দুল আমিন পর পর তিনবার বিশ্বব্যাপী শীর্ষ দু শতাংশ বিজ্ঞানীদের তালিকায় জায়গা পেয়েছেন। সর্বকনিষ্ঠ এই গবেষক তার পিএইচডি থিসিস জমা দিয়ে বর্তমানে জেআইএস বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক। তার গবেষণার কাজ মূলত ক্যানসার নিয়ে। গণনামূলক রাসায়নিক জীববিজ্ঞান এবং অনুর আকারের গঠন-ক্রিয়াকলাপের সম্পর্ক বিশ্লেষণ সহ ছোট অণুর নকশা এবং সংশ্লেষণ নিয়ে কাজ করেন। আমিন বিভিন্ন স্বনামধন্য আন্তর্জাতিক/জাতীয় জার্নালে তার ছিয়ানব্বইটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছেন। বর্ধমানের এক নিম্নবিত্ত পরিবার থেকে উঠে আসা সেখ আব্দুল আমিন এর এই কৃতিত্বে আনন্দিত তার বন্ধুবান্ধব ও ছাত্র ছাত্রীরা। তিনি জানান, “খুব ভালো লাগছে। আব্বা মা এর দুয়া এবং অধ্যাপক তরুণ ঝা এবং শোভনলাল গায়েন স্যারের সাহায্য ছাড়া এই জায়গায় আসতে পারতাম না।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct