নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সন্দীপ সান্যালকে মারধর এবং হেনস্থার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৬ জন ব্যক্তিকে গ্রেপ্তার করল বহরমপুর থানার পুলিশ। শুক্রবার তাদেরকে বহরমপুর কোর্টে ১৪ দিনের জেল হেফাজতের আবেদন করে পুলিশ পেশ করলে কোর্ট সেই আবেদন মঞ্জুর করে। প্রসঙ্গত উল্লেখ্য বৃহস্পতিবার হরিহারপাড়ার তৃণমূল কংগ্রেস বিধায়ক নিয়ামত শেখ এবং তৃণমূল পরিচালিত মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি শামসুজ্জোহা বিশ্বাস কয়েকশো লোককে নিয়ে মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে তাঁর অফিসে দেখা করতে যান। তৃণমূল নেতাদের অভিযোগ ছিল বহরমপুরের এক প্রখ্যাত ডাক্তার এবং একটি বেসরকারি নার্সিং হোম চিকিৎসার নাম করে এক অসুস্থ রোগীকে দীর্ঘদিন সেখানে রেখে বিল বাড়িয়ে চলেছে। ওই রোগীর চিকিৎসার জন্য জন্য প্রদেয় প্রায় ২.৩০ লক্ষ টাকার বিল তাদের পক্ষে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে বৃহস্পতিবার বহরমপুর-গোটাডাঙার ওই রোগীর পরিবার বিধায়ক ও সভাধিপতিকে নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সাথে দেখা করতে যান। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে আলোচনা চলাকালীন হটাৎই কিছু ব্যক্তি উত্তেজিত হয়ে তাঁকে কলার ধরে চড় থাপ্পড় মারতে শুরু করেন। যদিও অত্যন্ত দ্রুততার সাথে তৃণমূল বিধায়ক এবং আশপাশে থাকা কয়েকজন পুলিশকর্মীকে ঘটনাটি নিয়ন্ত্রণে আনেন।
মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নিগ্রহের পর অত্যন্ত দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বহরমপুর থানার পুলিশ প্রাথমিকভাবে ৯ জন ব্যক্তিকে আটক করে। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ আটক হন আরও সাতজন ব্যক্তি। বহরমপুর থানার এক আধিকারিক জানান -বৃহস্পতিবার রাত নটার পর জেলা স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তার একটি লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে ১৬ জন ব্যক্তিকে মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিগ্রহের সাথে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে আটজনের নাম এফআইআরে উল্লেখ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। পুলিশের এক আধিকারিক আরও বলেন -লিখিত অভিযোগে হরিহরপাড়ার বিধায়ক বা জেলা সভাধিপতির নাম নেই। অভিযুক্তদের আইনজীবী আবু বাক্কার সিদ্দিকি বলেন,'পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দান সহ কিছু জামিন অযোগ্য ধারাতে মামলা রুজু করেছে। ১৬ জন অভিযুক্তের জামিনের আবেদন আজ কোর্ট না মঞ্জুর করেছে। আগামী ২৯ অক্টোবর ফের তাদের কোর্টে পেশ করা হবে।'
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct