আপনজন ডেস্ক: বারাণসীর জ্ঞানবাপি মসজিদ চত্বরে পাওয়া একটি কথিত 'শিবলিঙ্গ'-এর বয়স নির্ধারণের জন্য কার্বন ডেটিং-এর মতো বৈজ্ঞানিক তদন্তের জন্য হিন্দু আবেদনকারীদের দাবি শুক্রবার বারাণসীর একটি আদালত প্রত্যাখ্যান করেছে। ‘শিবলিঙ্গ’ নিয়ে বৈজ্ঞানিক তদন্তের আর্জি খারিজ করার কথা জানান বিচারক এ কে বিশ্বেশা।চলতি বছরের শুরুর দিকে জ্ঞানবাপি মসজিদ চত্বরে নিম্ন আদালতের নির্দেশে একটি ভিডিও সমীক্ষার সময় এই 'শিবলিঙ্গ'-এর সন্ধান পাওয়া যায় বলে হিন্দু পক্ষ দাবি তোলে। পাঁচ হিন্দু নারীর মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে একটি মাজারে বছরব্যাপী প্রার্থনার অনুমতি চেয়ে করা একটি আর্জিও দাখল করেন। সেই মামলার শুনানি এখনও চলছে।
গত মাসে পাঁচ হিন্দু আবেদনকারীর মধ্যে চারজনই ‘শিবলিঙ্গ’-এর বিষয়ে ‘বৈজ্ঞানিক তদন্ত’ চেয়ে আবেদন করেছিলেন। তারা যুক্তি দিয়েছিল যে এর বয়স নির্ধারণ করা দরকার। মহিলারা দাবি করেছেন যে হিন্দু দেব-দেবীর প্রাচীন মূর্তিগুলি মসজিদের ভিতরে অবস্থিত। অবশেষে কার্বন ডেটিং করার দাবি খারিজ করে দিল আদালত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct