রঙ্গিলা খাতুন, বড়ঞা, আপনজন: মুর্শিদাবাদের বড়ঞা থানার অন্তর্গত বদুয়া গ্রামের বাসিন্দা বাবু সেখ, কর্মসূত্রে মহারাষ্ট্রের পুণেতে থাকতেন। গতকাল ফোনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করায় শোকের ছায়া নেমেছে পরিবারসহ এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে অভাবের সংসার কাজের জন্য বাইরে গিয়েছিল বাবু। গত তিন মাস আগে বাবু পরিবারের অনিচ্ছা সত্ত্বেও পাঁচথুপি গ্রামে লাভ ম্যারেজ করে বিয়ে করে। তারপরে সে কর্মের জন্য মহারাষ্ট্রের পুনেতে যায়। একটা মুরগির দোকানে কাজ করতো বাবু। বাবুর মা বলেন, ‘বাবুর স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলার সময় ফোনে তর্কবিতর্ক হয়। বাবুর স্ত্রীর বক্তব্য ভিনু বা আলাদা করে সংসার করা। কিন্তু আমার ছেলে বলে না পরিবারে অভাব এক সঙ্গে চলতে হবে। আলাদা হওয়া যাবে না। তখন আমার বৌমা ছেলে বাবুকে হুমকি দেয়, আমি তোমাকে ছেড়ে দিয়ে অন্য একটি বিয়ে করব। আমাকে আর ফোন করিও না। তারপর কয়েক ঘন্টা বাদে আমার ছেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।’যদিও বাবুর স্ত্রী জেসমিনা খাতুন বলে - “ঝামেলা হয়েছিল কিন্তু এইভাবে চলে যাবে বুঝতে পারিনি পরে যখন ফোন করে তখন ফোনটা একজন তুলে হিন্দিতে কথা বলে, তারপরেই জানাই বাবু আত্মঘাতী হয়েছে।” বাবুর আত্মঘাতীর খবর পেয়ে আত্মীয়-স্বজন পরিবারে নেমে এসেছে শোকের ছায়া । তিন দিন পর বাবুর নিথর দেহ ফিরল বদুয়া গ্রামে। প্রাণহীন দেহ আসতেই গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার রাতে মুসলিম রীতি মেনে কবরস্থানে দাফন করা হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct