আপনজন ডেস্ক: ডাক্তারির কোনও জ্ঞান না থাকলেও গ্রামে বিভিন্ন জটিল রোগের চিকিৎসা করতেন তিনি। নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। দেশে-বিদেশের স্বীকৃত কোনো মেডিক্যাল কলেজ থেকে চিকিৎসা বিষয়ে অর্জন করেননি ডিগ্রি। তার মধ্যেই গ্রামের অসহায়, খেটে-খাওয়া মানুষের ভুল চিকিৎসা করে তাদের কাছ থেকে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। টিউমারের চিকিৎসা করতেন অ্যাসিড প্রয়োগ করে। সম্প্রতি এমনই এক চিকিৎসককে আটক করেছে বাংলাদেশ পুলিশ। এমনকি সেই চিকিৎসকের এক সহযোগীকেও আটক করেছে রাব। আটক হওয়া ভুয়ো চিকিৎসক হলেন, শিবগঞ্জ উপজেলার ওমরপুর খোঁচপাড়া গ্রামের মো. মাসুম আলী (৩২) ও তার সহযোগী মো. আব্দুল মতিন (২০)। জানা গিয়েছে, তারা দীর্ঘ দিন ধরে এমন ভুল চিকিৎসা দিয়ে আসছে। সম্প্রতি স্থানীয় এক মহিলার মাথার টিউমার অপারেশন করতে ভুয়ো চিকিৎসক মাসুম আলীর কাছে যায়। তিনি টিউমার অপারেশন না করে চিকিৎসা হিসেবে সেখানে অ্যাসিড প্রয়োগ করলে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ নিয়ে পুলিশ সরেজমিনে তদন্ত করলে সত্যতা পায়। পরে ভুয়ো চিকিৎসক ও তার সহযোগীকে আটক করতে অভিযান শুরু করে। পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে গোয়েন্দা নজরদারিতে রাখার পর তাদের আটক করা হয়েছে। অআটকের সময় তাদের কাছ থেকে দুটি প্রেসক্রিপশন প্যাড, এক সেট এনালগ বিপি মেশিন, একটি টুল বক্স, ১১টি কাঁচি ও একটি ভুয়ো প্রেসক্রিপশন উদ্ধার হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct