নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় সরকারি জায়গায় সরকারি অর্থে নির্মাণ হওয়া ঘোড়াগাড়ি স্ট্যান্ড এবং জল প্রকল্প উদ্দেশ্য প্রণীতভাবে প্রকাশ্য দিবালোকে ভেঙে দিয়ে সেখানে অবৈধভাবে ভবন নির্মাণ করা হচ্ছে। অভিযোগ এর পিছনে মদদ রয়েছে এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তির। আর এই ঘটনার প্রতিবাদে এবারে মুখর হলেন এলাকার নাগরিক সমাজ এবং বিরোধী দলের নেতারা।স্থানীয় সূত্রে জানা গেছে হরিশ্চন্দ্রপুর সরকারি বাসস্ট্যান্ডের উল্টোদিকে পি ডব্লিউ ডি রোডস এর জায়গায় বাম আমলে সরকারি টাকায় একটি ঘোড়া গাড়ি স্ট্যান্ড নির্মাণ হয়েছিল। ধীরে ধীরে এলাকা থেকে ঘোড়া গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলেও ওই স্ট্যান্ডে সরকারি খরচে সেখানে একটি জলের ট্যাংকি এবং শৌচালয় সর্বসাধারণের জন্য নির্মিত হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বিগত কয়েক মাস ধরে এলাকারই বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তির উদ্যোগে সরকারি জায়গায় সরকারি অর্থে নির্মিত হওয়া ওই ঘোড়া গাড়ি স্ট্যান্ডটি ভেঙে অবৈধভাবে সেখানে ভবন নির্মাণ করা হচ্ছে।
ভবনের আংশিক নির্মাণ হয়ে গিয়েছে এবং সেখানে দোকান ঘর ভাড়া দেওয়া হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দা এবং সিপিএম কংগ্রেস বিজেপি সহ একাধিক বিরোধী দলের নেতৃত্বরা একযোগে অভিযোগ করেছেন অবিলম্বে সরকারি জায়গায় এই বেআইনি নির্মাণ বন্ধ করা হোক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক প্রশাসন। এই নিয়ে তারা ব্লক প্রশাসন এবং মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন। স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ রায় জানান ওটা সরকারি জায়গা। ওখানে আগে সরকারি অর্থে নির্মাণ হওয়া ঘোড়া গাড়ি স্ট্যান্ড ছিল একটি জলের ট্যাংকি ছিল এবং পুরুষ ও মহিলাদের জন্য পৃথক শৌচালয় ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি কয়েক মাস ধরে এলাকারই কিছু প্রভাবশালী ব্যক্তি বেআইনিভাবে সেগুলি ভেঙে দিয়ে দোকান ঘর তৈরি করে ভাড়া দেওয়ার চেষ্টা করছে,যার আমরা তীব্র প্রতিবাদ করি। এ প্রসঙ্গে চাঁচল মহকুমা শাসক কল্লোল রায় জানান অভিযোগ পেয়েছি। আমি সংশ্লিষ্ট এলাকার বিডিওকে এ বিষয়ে সরোজমিনে তদন্ত করে রিপোর্ট দিতে বলেছি
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct