আপনজন ডেস্ক: এবার থেকে সুইজারল্যান্ডে ঘরের বাইরে মুখ ঢেকে চলাচল করা যাবে না। সেখানে নিষিদ্ধ হচ্ছে বোরখা ও নিকাব পরা। গণভোটের ফলাফলের ভিত্তিতে বোরখা-নিকাব নিষিদ্ধ করেছিল সুইজারল্যান্ড। এবার নিরাপত্তার অজুহাতে এগুলো পরা আটকাতে আরও কঠোর আইন করতে চলেছে তারা। এবার থেকে কেউ সেখানে ঘরের বাইরে বোরখা-নিকাব পরলে এক হাজার সুইস ফ্রাঁ পর্যন্ত জরিমানা করবে বলে আইন করতে যাচ্ছে সুইজারল্যান্ড। গত বুধবার খসড়া আইনটি পার্লামেন্টে পাঠিয়েছে সুইস সরকার। বিবৃতিতে তারা বলেছে, মুখ ঢাকায় নিষেধাজ্ঞার লক্ষ্য, জনগণের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করা। শাস্তিই আসল নয়। এর আগে, গত বছর গণভোটের সিদ্ধান্তে জনসম্মুখে মুখ ঢেকে চলাচল নিষিদ্ধ করে সুইজারল্যান্ড। এটি বোরখা নিষিদ্ধকরণ নামে পরিচিত। এই সিদ্ধান্ত ইসলামবিদ্বেষী ও বৈষম্যমূলক বলে অভিযোগ থাকলেও ওই গণভোটে দেশটির ৫১ দশমিক ২ শতাংশ ভোটার বোরখা-নিকাব নিষিদ্ধ করার পক্ষে মত দেন। শুরুর দিকে এই নিষেধাজ্ঞা অমান্য করলে তা ফৌজদারী অপরাধ হিসেবে গণ্য করা এবং সর্বোচ্চ ১০ হাজার ফ্রাঁ (১০ লাখ টাকা প্রায়) জরিমানার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার পর জরিমানার পরিমাণ কমিয়ে এক হাজার ফ্রাঁ করার প্রস্তাব দিয়েছে সুইস মন্ত্রিসভা। আসলে সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার উদ্যোগ শুরু করেছিল ‘এগারকিঙ্গার কমিটি’নামে একটি সংগঠন। উগ্র ডানপন্থি দল সুইস পিপলস পার্টির বহু রাজনীতিবিদ এর সদস্য। তাদের দাবি, ‘সুইজারল্যান্ডে রাজনৈতিক ইসলামের ক্ষমতার দাবির বিরুদ্ধে প্রতিরোধ' গড়া সংগঠনটির মূল লক্ষ্য। নতুন বিলে অবশ্য সরাসরি বোরখা বা নিকাবের নাম উল্লেখ করা হয়নি। তবে পাবলিক ট্রান্সপোর্টে, রেস্তোরাঁ বা রাস্তার মতো উন্মুক্ত স্থানগুলোতে মুখ ঢেকে চলাফেরা নিষিদ্ধ করা হয়েছে। এক্ষেত্রে চোখ, নাক ও মুখ অবশ্যই দৃশ্যমান থাকতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct