আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সাধারণ সম্পাদক মৌলানা খালিদ সাইফুল্লাহ রহমানি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চে হিজাব মামলার শুনানি নিয়ে বলেন, বিচারপতি ধুলিয়ার মত ভারতের সংবিধান ও ব্যক্তি স্বাধীনতার আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। বিচারপতি ধুলিয়া মেয়েদের শিক্ষার প্রসার ও তাদের শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার দিকে মনোনিবেশ করেছেন তাকে স্বাগত জানিয়েছে মুসলিম পার্সোনাল ল’ বোর্ড। এ বিবৃতিতে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনা ল’ বোর্ড কর্নাটক সরকারের কাছে হিজাব সম্পর্কিত তাদের সরকারি আদেশ প্রত্যাহার করার জন্য অনুরোধ করা হচ্ছে। ল’ বোডের্র অভিমত হচ্ছে, যদি কর্নাটক সরকার প্রশ্নবিদ্ধ আদেশটি প্রত্যাহার করে নেয়, তবে পুরো বিতর্কটি স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে। পার্সোনাল ল’ বোর্ড আরও বলেছে, কর্নাটক সরকারের মনে রাখা উচিত যে ভারতে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, নারী শিক্ষা ইতিমধ্যে অপর্যাপ্ত মনোযোগ পাচ্ছে। সরকারের এমন কোনও পদক্ষেপকে সমর্থন করা উচিত নয় যা নারী শিক্ষায় বাধা সৃষ্টি করে। বরং, সরকারকে অবশ্যই একটি নিরীহ অনুশীলনকে সমর্থন করতে হবে, যা স্পষ্টতই এই অল্পবয়সি মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ এবং মেয়েদের একটি অস্বস্তিকর পরিস্থিতিতে ফেলা থেকে বিরত করতে পারে। ল’ বোর্ড জানিয়েছে, মুসলিম মেয়েদের হিজাব পরার অধিকার আদায়ের লড়াইকে তারা সমর্থন জানিয়ে যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct