নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: প্রাথমিক শিক্ষক নিয়োগে নুতন বিজ্ঞপ্তি নিয়ে মামলা । রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড প্রশিক্ষণপ্রাপ্তদেরও কেন সুযোগ দেওয়া হচ্ছে? অবিলম্বে বিজ্ঞপ্তি থেকে তাঁদের (বিএড প্রশিক্ষণকারীদের) বাদ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চে দায়ের হয়েছে মামলা । কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চে দায়ের হয়েছে এই মামলা। প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে মামলাটি হয়েছে কলকাতা হাইকোর্টে ।দশ জন চাকরিপ্রার্থী এই মামলাটি দাখিল করেছেন। গত ২৯ সেপ্টেম্বর রাজ্যের দেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি এবং গত ২৮ জুন ২০১৮ সালের এনসিটিই-এর দেওয়া নোটিফিকেশনকে চ্যালেঞ্জ করে এই মামলা করা হয়েছে। যেখানে বিএডদেরকেও প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য হিসাবে বিবেচনায় করা হয়েছে। গত ২৯ সেপ্টেম্বর রাজ্য প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে থাকে । প্রাথমিক শিক্ষক নিয়োগে চাকরি প্রার্থীর যোগ্যতায় কেন বিএডদের সন্মতি দেওয়া হল? সেই প্রশ্ন তুলেই এই মামলা। মামলাকারীদের দাবি, -' আগে বিএডদের সুযোগ দেওয়া হত না। তব্র পরে রাজ্য বিএডদেরও প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য যোগ্য বলে ঘোষণা করে থাকে । এরফলে ডিএলএড'দের সুযোগ কমে যাচ্ছে। ডিএলএড ট্রেনিং শুধুমাত্র প্রাথমিক স্তরের প্রার্থীদের জন্যই। মামলাকারীদের দাবি, -' বিএড বাদ দিয়ে অবিলম্বে একটি সংশোধনী বিজ্ঞপ্তি প্রকাশ করুক প্রাথমিক শিক্ষা পর্ষদ'।২০১৮ সালে এনসিটিই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিএডরা প্রাথমিক স্কুলে শিক্ষক হিসাবে ট্রনিংপ্রাপ্ত দের মতই বিবেচিত হবে। এদিকে, রাজ্যের তরফে জানান হয়েছে, -' সব আবেদনের ভিত্তিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে'। আগামী ২১ অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হবে বলে জানা গেছে । তার আগে আগামী সোমবার সব পক্ষকে হলফনামা দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের।গত ২৯ শে সেপ্টেম্বর প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেইখানে উল্লেখ করা হয় যে, এই নিয়োগ প্রক্রিয়ায় বিএড উত্তীর্ণ প্রার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন। আর এখানেই বেঁধেছে সমস্যা। ডিএলএড যোগ্যতা সম্পন্ন চাকরিপ্রার্থীদের সঙ্গে বিএড উত্তীর্ণ চাকরি প্রার্থীরাও আবেদন করতে পারবেন এই বিষয়টি বিজ্ঞপ্তির একটি অংশে উল্লেখ থাকায় এর বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন দশজন চাকরি প্রার্থী।মামলাকারীদের দাবি, -' নিয়ম অনুযায়ী বিএড যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন না। তাই পর্ষদের তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তির ওই নির্দিষ্ট অংশটি সংশোধন করার দাবি জানিয়ে এদিন মামলাকারীরা হাইকোর্টের দ্বারস্থ হন। আগামী সোমবার এই মামলার শুনানি কলকাতা হাইকোর্টে রয়েছে বলে জানা গেছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct