সুব্রত রায়, কলকাতা, আপনজন: উদ্বেগে ছিলেন মুখ্যমন্ত্রী। উদ্বেগে ছিল বন্দ্যোপাধ্যায় পরিবারও। উদ্বেগ ছিল রাজ্যের শাসক দলের শিবিরে, উদ্বেগে ছিলেন অনুগামীরাও। অবশেষে এল সুখবর। সফল হয়েছে অস্ত্রপচার। দ্রুত ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে। ফিরে আসতে পারবেন কালিঘাটের বাড়িতে। নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্কিন মুলুকে সফল হয়েছে তাঁর চোখের অস্ত্রপচার। খুব শীঘ্রই তিনি ফিরে আসছেন কলকাতায়। তবে এই অস্ত্রপচারের দরুণ আপাতত বাড়িতে বসেই কাজ করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। ভারতীয় সময়ে বুধবার সন্ধ্যা নাগাদ প্রায় ৭ ঘন্টা ধরে অভিষেকের চোখে অস্ত্রপচার হয়। এদিন চিকিৎসকেরা জানিয়েছেন প্রাথমিক ভাবে তাঁদের অনুমান, সেই অস্ত্রপচার সফল হয়েছে।২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদে কর্মিসভা সেরে ফেরার সময়ে হুগলি জেলার সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই সময়ে তাঁর বাঁ চোখের নিচে গুরুতর আঘাত পেয়েছিলেন অভিষেক। চোখের নিচের হাড় ভেঙে যায় তাঁর। সেদিন তাঁকে দ্রুত কলকাতায় এনে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাতে সমস্যা কাটেনি। তার ফলে কলকাতার বাইরে বার বার তাঁকে যেতে হয় চোখের চিকিৎসার জন্য। এর আগে ২০২০ সালের জানুয়ারি মাসে তাঁর চোখে একবার অপারেশন হয়েছিল। কিন্তু সেই অস্ত্রোপচারের পরেও যে পুরোপুরি নিরাময় হয়নি তা পরে বোঝা যায়। ফলে এর পরেও হায়দরাবাদে ফের চিকিৎসার জন্য যেতে হয় অভিষেককে। এখন মার্কিন মুলুকে চোখের অস্ত্রপচার ঠিক ভাবে হয়েছে কিনা তা আগামী দিনেই বোঝা যাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct