মনিরুজ্জামান, রাজারহাট, আপনজন: গত ২১ সেপ্টেম্বর দলীয় পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে এক পথ দূর্ঘটনায় মৃত্যু হয় বারাসাত -২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য হাজী মতিয়ার রহমান সাঁপুই-এর। বুধবার কীর্তিপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজারহাট খড়িবাড়ী রোডের লাঙ্গলপোতা বাসস্ট্যান্ডে মরহুম হাজী মতিয়ার রহমান সাঁপুই-এর স্মরণসভায় মানুষের আবেগ ছিল নজরে পড়ার মতো। এই স্মরণসভায় উপস্থিত হয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ মরহুম হাজী মতিয়ার রহমান সাঁপুই-এর দীর্ঘ রাজনৈতিক জীবনকে কুর্নিশ জানান। তাঁর মৃত্যুর প্রকৃত সত্য উদঘাটন করতে পুলিশ প্রশাসনের কাজ আরও দ্রুত করার জন্য বলেন তিনি।হাড়োয়ার বিধায়ক হাজী নুরুল ইসলামের বক্তব্যে উঠে আসে মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণা।রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় প্রয়াত স্মৃতির উদ্দেশ্যে রাজারহাট এলাকায় রক্তদান শিবির করার কথা ঘোষণা করেন।তিনি এইরকম নেতৃত্বের কর্মযজ্ঞ ভালোভাবে পরিচালনা করার জন্য দলীয় কর্মীদের নির্দেশ দেন।উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্হায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, এইসব মানুষ ছিলেন দলের সম্পদ। তাঁর অবর্তমানে সকল তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বিরোধীদের সঙ্গে। মতিয়ার রহমান সাঁপুই -এর স্মৃতির উদ্দেশ্যে এই ব্লকে দুটি যাত্রী প্রতীক্ষালয় করার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে তাঁর পরিবারের যে কোনও প্রয়োজনে পাশে থাকার কথা বলেন তিনি।বারাসাত-২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শম্ভুনাথ ঘোষ স্মৃতিচারণ করতে গিয়ে অশ্রুসিক্ত নয়নে বলেন, আমরা এক বলিষ্ঠ নেতাকে হারালাম।তৃণমূল কংগ্রেসের অপূরনীয় ক্ষতি হল।সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় মতিয়ার রহমান সাঁপুই -এর অভাব পূরণ করতে হবে। এই স্মরণসভায় শোকাহত পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মতিয়ার রহমান সাঁপুই -এর পুত্র বাপ্পা সাঁপুই। উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রবীর কর,দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, বারাসাত -২ নম্বর ব্লক নেতৃত্ব ইফতিকারউদ্দিন, মানস ঘোষ,আছের আলী,আসরাফ আলী, মেহেদী হাসান, মান্নান আলী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct