আপনজন ডেস্ক: ২০১৬ সালে স্কুল সার্ভিস কমিশন কর্তৃক আয়োজিত নবম-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয় সেখানে মেধাতালিকায় নাম্বার প্রকাশ না করা, এস এম এসে শিক্ষক নিয়োগের দুর্নীতির প্রতিবাদে ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের নিকট যে ২৯ দিনের অনশন হয়। মুখমন্ত্রীর তরফে নিয়োগের প্রতিশ্রুতির আশ্বাস মিললেও তার বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালের ৮ অক্টোবর থেকে গান্ধীমূর্তির পাদদেশে চলে অনির্দিষ্টকালীন অবস্হান; তিন দফা মিলে যা ৫৭৭ দিনে পড়েছে। ৮০০০ এর ও অধিক ভুয়ো নিয়োগ ধরা পড়লেও বঞ্চিতরা এখনো ন্যায় বিচার পায়নি। মেধাতালিকাভুক্ত বঞ্চিত চাকরিপ্রার্থী চন্দন প্রধান; লক্ষী পাল; আব্দুর রহমান; খুরশিদ আলম;মাসুদ আলম; সালাউদ্দিন মোল্লা; শেখ আসাদুল; সেখ সালাউদ্দিন; আরব গাজী; পিনাকি ঘোষ; প্রকাশ ঘোষ; মমতা সামন্ত দ্রুত নিয়োগের দাবিতে সরব হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct