আপনজন ডেস্ক: ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরন শহরে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক পবিত্র কোরআনের কপি অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে মিসরের বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান আল-আজহার বিশ্ববিদ্যালয়। পবিত্র কোরআনের কপি ছিঁড়ে পোড়ানোর ঘটনায় আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরব ভূমিকারও নিন্দা জানায় প্রতিষ্ঠানটি। সোমবার এক বিবৃতি এ নিন্দা জানানো হয়।বিবৃতিতে বলা হয়, হেবরনে ইসরায়েলি বাহিনী কর্তৃক বিধি-নিষেধ লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা অগ্রহণযোগ্য। জনগণের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে আন্তর্জাতিক সম্প্রদায় চরমভাবে ব্যর্থ হয়েছে। কোরআন অবমাননার ঘটনায় ইসরায়েলি দখলদারদের ‘জায়নবাদি বর্বরতা, সন্ত্রাসবাদ ও ঘৃণাপূর্ণ বর্ণবাদ’এর আচরণকে স্পষ্ট করে বলে জানানো হয় এ বিবৃতিতে। ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা সূত্রে জানা যায়, হেবরোন শহরের ইবরাহিমি মসজিদের কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা পবিত্র কোরআনের একটি কপি ছিঁড়ে ফেলে ও পুড়িয়ে দেয়। বিবৃতিতে আল-আজহার আরো জানায়, পবিত্র কোরআন মুসলিমদের ধর্মীয় গ্রন্থ। তা মানবজাতিকে পথ দেখায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct