আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের মূল ভূখণ্ড থেকে ৮৪০ কিলোমিটার দূরে চ্যাথাম দ্বীপে প্রায় ৫০০ মৃত ডলফিনের দেহ ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধরাণা করা হচ্ছে, হাঙরের ভরা ওই সমুদ্রে কোনোভাবে পথ হারিয়েছে বা আটকে পড়েছিল বড় আকারের সামুদ্রিক ডলফিন বা পাইলট হোয়েলগুলো। এর ফলে এগুলোর গণমৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে। নিউজিল্যান্ডের ডিপার্টমেন্ট অব কানজারভেশনের সামুদ্রিক প্রযুক্তি উপদেষ্টা ডেভ লুন্ডকুইস্ট জানিয়েছেন, মানুষ ও তিমি উভয়ের জন্য হাঙ্গরের আক্রমণের ঝুঁকির কারণে আটকে পড়া ডলফিনগুলো পুনরায় ভেসে যাওয়া সম্ভব হয় না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct