সুব্রত রায়, কলকাতা, আপনজন: পুজো কার্নিভালে রেড রোডে অংশ নিয়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুলের ছাত্র ছাত্রীরা। আর সেই নাচের জন্য এবার সৌরভপত্নীর নাচের দলকে বিশেষ পুরস্কার দেবে রাজ্য সরকার। এমনটাই জানা গিয়েছে নবান্ন সূত্রে।গত ৮ অক্টোবর রেড রোডে দুর্গা পুজোর কার্নিভালে নৃত্য পরিবেশন করে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের স্কুল দীক্ষা মঞ্জরীর ছাত্র ছাত্রীরা। সদ্য চিকুনগুনিয়া থেকে উঠে অসুস্থ শরীর নিয়েও ছাত্র ছাত্রীদের যথাযথভাবে প্রশিক্ষণ দিয়েছেন ডোনা গঙ্গোপাধ্যায়। কাজের প্রতি এই নিষ্ঠা এবং পরিবেশনার জন্য এই বিশেষ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রসঙ্গত গত শনিবার বিকেলে রেড রোডের পুজো কার্নিভাল মুখ্যমন্ত্রী নিজেই সাজাতে চেয়েছিলেন সম্পূর্ণ বাংলার সংস্কৃতির বিভিন্ন অনুষঙ্গের আদলে। মঞ্চটি তৈরি হয়েছিল অনেকটা রাজবাড়ির স্থাপত্যের আদলে। সেই কার্নিভালে অংশ নিয়েছিলেন আদিবাসী মহিলারাও। লোকসংগীত ও লোকনৃত্যও পরিবেশিত হয়েছিল অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রী আমলাদের নজর কেড়েছিল ডোনা গঙ্গোপাধ্যায়ের ছাত্রছাত্রীদের নৃত্য। অবশেষে বিশেষ পারদর্শিতার জন্য মিলল পুরস্কার।
প্রসঙ্গত পুজোর মাঝেই জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ডোনা গঞগোপাধ্যায়অকে। নবমীর রাতে তাঁকে আলিপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রথমে ডেঙ্গু ভাবা হলেও পরীক্ষা নিরীক্ষা করার পর চিকিৎসকরা জানতে পারেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্ত্রী চিকুনগুনিয়া আক্রান্ত হয়েছেন। এরপর চিকিৎসার পর কিছুটা সুস্থ হলে হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। রেড রোডে পুজো কার্নিভালে স্বয়ং ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনা করার কথা ছিল। কিন্তু আচমকা অসুস্থ হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি। তবে নিজের স্কুলের ছাত্রছাত্রীদের মহড়া দিয়েছিলেন তিনি। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রীর সামনে রেড রোডে নৃত্য পরিবেশনা করেন দীক্ষা মঞ্জরীর ছাত্র ছাত্রীরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct