আপনজন ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে বিধ্বংসী সেঞ্চুরি হাঁকিয়ে আড়াই বছরের সেঞ্চুরিখরা ঘুচিয়েছেন বিরাট কোহলি। গত এশিয়া কাপ থেকেই তিনি বেশ ভালো ফর্মে আছেন। সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। বৈশ্বিক এই আসরেও বিরাট কোহলির ব্যাট থেকে বড় রান দেখতে চান ভারতীয় সমর্থকরা।এই পরিস্থিতিতে বিশ্বকাপে খেলতে নামার আগে কোহলিকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী করলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার জ্যাক ক্যালিস। গত বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে একমাত্র কোহলিই রান করেছিলেন। এবারও পাকিস্তানের বিপক্ষে তিনি বড় ভূমিকা রাখবেন বলে ধারণা ক্যালিসের। এক সাক্ষাতকারে তিনি বলেছেন, ‘কোহলি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে। তাই তার দীর্ঘ অভিজ্ঞতাও আছে। ফর্ম খারাপ-ভালো হতেই পারে। কিন্তু এতে টি-টোয়েন্টি বিশ্বকাপে কোহলির কোনো সমস্যা হবে না। আমার মনে হয়, এবারের বিশ্বকাপটা কোহলির। সে খুব ভালো খেলবে। ‘গত এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ৬১ বলে ১২২* রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। এরপর তিনি দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে ৪৮ বলে ৬৩ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ২৮ বলে ৪৯ রানের ইনিংস। এই ছন্দ বিশ্বকাপেও ধরে রাখতে চান কোহলি। বিশ্বকাপ খেলতে ভারতীয় দল ইতোমধ্যেই অস্ট্রেলিয়া পৌঁছে গেছে। ২৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct