সুব্রত রায়, কলকাতা, আপনজন: দেশের মধ্যে সেরা ১০ স্কুলের তালিকায় জায়গা করে নিল কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ । সেরা দশের সেই তালিকায় ছয় নম্বরে স্থানে জায়গা করে নিয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। কেন্দ্র সরকারের তরফে ২০২২-২৩ শিক্ষাবর্ষে দেশের সেরা স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে। সেই তালিকায় প্রথম ও দ্বিতীয় হয়েছে দিল্লির দুটি স্কুল।কেন্দ্র সরকারের তরফে দেশের সেরা যে ১০ স্কুলের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা যায় প্রথম স্থানে রয়েছে দিল্লির দ্বারকার রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। দ্বিতীয় স্থানে যমুনা বিহারের রাজকীয় প্রতিভা বিকাশ বিদ্যালয়। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে কেরলের কোঝিকোড়ের জিভিএইচএসএস স্কুল। চতুর্থ স্থানে রয়েছে মুম্বইয়ের ওরলির সিফেস মুম্বই পাবলিক স্কুল। পঞ্চম স্থানে রয়েছে ওড়িশার গঞ্জমের ওড়িশা আদর্শ বিদ্যালয়। ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার যাদবপুর বিদ্যাপীঠ । অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বুধবার বিষয়টি নিয়ে টুইট করেন। টুইটে দিল্লির মুখ্যমন্ত্রী লেখেন, ‘আমার শিক্ষা দফতরের উপর গর্বিত। আরও একবার দিল্লি সরকারি বিদ্যালয়গুলি ভারতের সেরা রাজ্য সরকারি বিদ্যালয়ের র্যাংকিংয়-এ শীর্ষ স্থান অধিকার করেছে। সরকার পরিচালিত রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয়, ১০ নম্বর সেক্টর, দ্বারকা, প্রথম র্যাঙ্কে রয়েছে এবং রাজকিয়া প্রতিভা বিকাশ বিদ্যালয়, যমুনা বিহার, শিক্ষা জগতের প্রকাশিত র্যাঙ্কিং-এ দ্বিতীয় স্থান অর্জন করেছে।’ উল্লেখ্য এর আগে ২০২৯ সালেও সর্বভারতীয় র্যাঙ্কিংয়ে সেরা দশের তালিকায় জায়গা করে নিয়েছিল যাদবপুর বিদ্যাপীঠ। সে বারেও ষষ্ঠ স্থান দখল করেছিল শহরের এই স্কুল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct