আপনজন ডেস্ক: মায়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চিকে ঘুষ-জালিয়াতির অভিযোগে আরো ৩ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির জান্তা সরকারের একটি আদালত। বুধবার তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। নেইপিদোর নির্জন কারাগারে রয়েছেন ৭৭ বছর বয়সী অং সান সু চি। সেখান থেকেই নিজের বিরুদ্ধে হওয়া সব মামলার শুনানিতে অংশ নিচ্ছেন তিনি। এর আগেও বেশ কয়েকটি মামলায় তার সাজা হয়েছে। সু কির বিরুদ্ধে ১৮টি অভিযোগে মামলা চলছে মায়ানমার জান্তা সরকারের আদালতে। এসব মামলার সবকটিতে সাজা হলে তার ১৯০ বছর পর্যন্ত জেল হতে পারে। যদিও সব মামলায় আনা অভিযোগ প্রতাখ্যান করছেন তিনি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সু চিকে গ্রেফতার ও তার সরকারকে উৎখাত করে মায়ানমারের সামরিক বাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct