আপনজন ডেস্ক: অস্ট্রেলিয়ায় চালু হচ্ছে প্রথম ইসলামী ব্যাংক। অস্ট্রেলিয়ায় বসবাসরত আট লাখ মুসলিম জনসংখ্যার আর্থিক লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যাংকটি। ইতিমধ্যে বিশেষ বিবেচনায় প্রথমবারের মতো প্রুডেনশিয়াল রেগুলেশন কর্তৃপক্ষের কাছ থেকে ‘সীমিত’ লাইসেন্স পেয়েছে ব্যাংকটি।যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি মেইল সূত্রে জানা যায়, ধর্মীয় বিধি-নিষেধের কারণে অনেক মুসলিম সুদের লেনদেন করতে পারেন না।এখন ইসলামী ব্যাংকের মাধ্যমে বাড়ির মালিকানা লাভ করতে পারবেন মুসলিমরা। মুসলিম গ্রাহকদের জন্য ব্যাংকটি হোম ফাইন্যান্স, সেভিংস, অ্যাকাউন্টসহ বিভিন্ন সেবা দেবে। জানা যায়, ব্যাংকটির মূলধনের পরিমাণ ১৪.৬ মিলিয়ন মার্কিন ডলার। এর অর্ধেক বিনিয়োগ করেছেন অস্ট্রেলিয়ার মুসলিম এবং বাকিটুকু আমিরাতের কিছু ব্যক্তি বিনিয়োগ করেছেন। ব্যাংকটি পুরোপুরি চালু হওয়ার আগে সীমিতসংখ্যক আট হাজার ক্লায়েন্টের মাধ্যমে পরীক্ষামূলক চালু হবে।
ব্যাংকটির সিইও ডিন গিলেস্পি বলেছেন, ‘বাড়ির ক্ষেত্রে এই ব্যাংকের আর্থিক কার্যক্রম ‘যৌথ মালিকানা’-এর প্রক্রিয়া অনুসরণ করবে। এর অর্থ হলো- সম্পত্তি ব্যাংকের অধীনে থাকাকালে সুদের পরিবর্তে গ্রাহকদের কাছ থেকে ভাড়া নেওয়া হবে। গ্রাহকরা ব্যাংকে ২০ শতাংশ জমা দিয়ে লেনদেন শুরু করতে পারবে। এর মাধ্যমে তারা বাড়ির ২০ শতাংশের মালিক হয়েছে এবং ব্যাংক বাকি ৮০ শতাংশের মালিক হবে। এখন আমরা গ্রাহককে সময়ের সঙ্গে সঙ্গে সেই সম্পত্তির আরো শেয়ার ক্রয়ের সুযোগ দিই। ’ ডিন গিলেস্পি আরো বলেন, ‘গ্রাহক ভাড়া দেওয়ার মাধ্যমে সম্পত্তিতে তার মালিকানার অংশ বৃদ্ধি পেতে থাকবে। এরপর ধীরে ধীরে পুরো বাড়ির মালিক হবে। ইসলামী নির্দেশনা মতে, মদ ও জুয়া সংশ্লিষ্ট লেনদেন এসব ব্যাংক করতে পারবে না। তারা শুধু সেই ব্যবসা-বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হবে, যা জলবায়ুবান্ধব নীতিগুলো প্রচার করছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct