আপনজন ডেস্ক: এ যেন অন্য এক নাপোলি। আক্রমণ, ফিনিশিং কিংবা ডিফেন্ডিং- সব জায়গাতেই দারুণ ছন্দে আছে ইতালিয়ান ক্লাবটি। চলতি মৌসুমে এখন পর্যন্ত কোনো ম্যাচ না হারা নাপোলি চ্যাম্পিয়নস লিগে ৪ ম্যাচের প্রতিটিতে জিতে নিশ্চিত করেছে নকআউট পর্বের টিকিট। লুসিয়ানো স্পালেত্তির জাদুর কাঠির ছোঁয়ায় বদলে যাওয়া ক্লাবটি চ্যাম্পিয়নস লিগের চার ম্যাচে গোল করেছে ১৭টি। লিভারপুলের বিপক্ষে ৪-১ গোলে জিতে শুরু করা নাপোলি পরের ম্যাচে রেঞ্জার্সের বিপক্ষে জিতে ৩-০ গোলে। এরপর আয়াক্সকে তাদের মাঠেই নাপোলি উড়িয়ে দেয় ৬-১ গোলে। আজ নিজেদের মাঠ স্তাদিও ডিয়েগো আরামান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে আয়াক্সের বিপক্ষে ফিরতি লেগে নাপোলি জিতেছে ৪-২ গোলে। ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে থাকা নাপোলির এগিয়ে যেতে সময় লাগে মাত্র ৪ মিনিট। আগের ম্যাচে আয়াক্সকে গোলবন্যায় ভাসানো ক্লাবটিকে এগিয়ে দেন হিরভিং লোজানো। সংঘবদ্ধ আক্রমণ থেকে পিতর ইয়েলনস্কির অ্যাসিস্টে দারুণ এক হেডে দলকে এগিয়ে দেন লোজানো। শুরুতেই গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আয়াক্স। দুই-একবার আক্রমণেও যায় তারা। তবে সেসব নাপোলি রক্ষণ ভাঙার জন্য যথেষ্ট ছিল না। ৯ মিনিটে আয়াক্সের একটি আক্রমণে স্টিভেন বার্গউইনের শট ঝাঁপিয়ে পড়েন ঠেকান নাপোলি গোলরক্ষক অ্যালেক্স মেরেট। একটু পর স্টিভেন বেরগুইসের দূরপাল্লার শট পোস্টের পাশ দিয়ে বেরিয়ে গেলে বেঁচে যায় ইতালিয়ান ক্লাবটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct