নিজস্ব প্রতিনিধি, আপনজন: দেশের শীর্ষ আদালত থেকে কোন আইনী স্বস্তি পেলেন না ইডির হাতে গ্রেপ্তার হওয়া প্রাথমিক শিক্ষা সংসদ এর প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আপাতত ইডি হেফাজতেই থাকতে হবে মানিক ভট্টাচার্যকে । গত সোমবার রাতে টানা দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করার পর নদীয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ককে গ্রেফতার করে ইডি। গত মঙ্গলবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হলে ১৪ দিনের ইডি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
ইডির এই গ্রেফতারি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্য । এই মামলাতে এখনই হস্তক্ষেপ করতে চাইছে না সুপ্রিম কোর্ট। বুধবার বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে মানিকের মামলার শুনানি চলে । সুপ্রিম কোর্টে মানিক ভট্টাচার্য এর পরিবারের আবেদন, -' বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে মানিককে'। ধৃত মানিক ভট্টাচার্য এর আইনজীবীর দাবি , -' সুপ্রিম কোর্ট আইনী রক্ষাকবচ দিয়েছে মানিক ভট্টাচার্যকে। তারপর কেন গ্রেফতার করা হল মানিক বাবু কে ?' প্রসঙ্গত দুর্গাপুজোর আগে সুপ্রিম কোর্ট মানিক ভট্টাচার্যকে আইনী রক্ষাকবচ দেয়। আদেশনামায় উল্লেখ করে যে , -' সিবিআই এই মামলায় কড়া পদক্ষেপ নিতে পারবে না। তবে মানিককে তদন্তে সহযোগিতা করতে হবে'। চলতি মাসের ১০ তারিখ পর্যন্ত এই রক্ষাকবচ ছিল মানিক ভট্টাচার্য এর । তবে ১১ তারিখই তাঁকে গ্রেফতার করে। এই গ্রেফতারের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেনন মানিকের আইনজীবী।এদিন মামলার শুনানিতে বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চ জানায়, -' এই মামলায় এখনই হস্তক্ষেপ করছে না আদালত' । এরফলে ইডি হেফাজত থেকে মুক্তি মিলল না মানিকের। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে কয়েকদিনের মধ্যে । এদিকে গত সোমবার রাত থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পলাশিপাড়ার বিধায়ককে। ইডি সূত্রে প্রকাশ , -' এখনও পর্যন্ত সেভাবে তদন্তে সহযোগিতা করছেন না মানিক ভট্টাচার্য '।সুপ্রিম কোর্টের আইনী রক্ষাকবচ থাকা সত্ত্বেও ইডি তাঁকে গ্রেফতার করেছে, এই অভিযোগ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন মানিক ভট্টাচার্যের আইনজীবী।সুপ্রিম কোর্টে করা আবেদনে মানিক ভট্টাচার্যের আইনজীবী দাবি করেন, -'তাঁর মক্কেলকে যেভাবে ইডি গ্রেফতার করেছে তা অবৈধ। মানিকের হাই ডায়াবেটিস রয়েছে এবং সম্প্রতি তাঁর করোনারি বাইপাস হয়েছে'। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে বলে জানা গেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct