সুব্রত রায়, কলকাতা, আপনজন: আবারও রাজ্যের মুকুটে নয়া রত্ন। ফের দেশের সেরা পশ্চিমবঙ্গ। এবারে সেরার শিরোপা স্বাস্থ্যের জন্য। এই স্বীকৃতি টেলি মেডিসিন ‘স্বাস্থ্য ইঙ্গিত’ এবং টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য। আর বিশেষ এই দু’ই পুরস্কারের খবর পাওয়া মাত্র আপ্লুত নবান্ন থেকে রাজ্যবাসী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প টেলি মেডিসিন। রাজ্যের অন্যতম প্রকল্প টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট। এই প্রকল্পের জন্যই রাজ্যের মুকুটে নয়া পালক ‘ফিকির হেলথ কেয়ার এক্সেলেন্স অ্যাওয়ার্ড’। জানা গিয়েছে, বিশেষ এই পুরস্কারের আয়োজন এবারে ১৪ তম বর্ষে পদার্পণ করেছে। টেলি ব্রেন স্ট্রোক ম্যানেজমেন্ট প্রকল্প সেখানে ছিনিয়ে নিয়েছে সোনার পদক। টেলি মেডিসিন প্রকল্পের নাম ‘স্বাস্থ্য ইঙ্গিত’। আর এই ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প ছিনিয়ে নিয়েছে বিশেষ পুরস্কার।
অতিমারির সময়ে সবসময় ডাক্তার- রোগী যোগাযোগ, ছিল একটা চ্যালেঞ্জ। এই সময়েই জনগণের সুবিধার্থে স্বাস্থ্য ভবন চালু করে ‘স্বাস্থ্য ইঙ্গিত’ প্রকল্প। আর তাতে সাড়া পড়েছিল ব্যাপক। ফলে ডাক্তারদের সঙ্গে রোগীদের যোগাযোগ থাকত নিয়মিত। চিকিৎসকরা পরামর্শ দিতেন কী ভাবে থাকতে হবে, কী ওষুধ নিতে হবে। কী খেতে হবে। আর তাতে রাজ্যবাসী উপকৃত হয়েছিল ব্যাপক ভাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct