অব্দুল জাব্বার খান, উলুবেড়িয়া, আপনজন: শ্যামপুর থানার বাড়গড়চুমুক গ্রামে অবস্থিত দানবীর অ্যাকাডেমির নবম শ্রেণির আবাসিক ছাত্র সেখ সোয়েল ইসলামের দীর্ঘ দিনের স্বপ্ন ছিল চার্জার লাইট বানানোর। এবার সেই চার্জার লাইট তৈরি করে তাক লাগিয়ে দিল শিক্ষক ও ছাত্রদের। সোয়েল বলে, বাড়িতে পড়ে থাকা পুরনো ফোনের চার্জার, ব্যাটারি এবং অব্যবহৃত কিছু জিনিস দিয়ে এটা তৈরি করেছি। তার এই কাজে অ্যাকাডেমির শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা সকলেই খুব খুশি, আনন্দিত। সোয়ের এই নতুন কিছু করার ভাবনায় গর্বিত তার আব্বা-মাও। দানবীর অ্যাকাডেমির কর্মশিক্ষা শিক্ষক বলেন, প্রতি বছরই আমাদের ছাত্র-ছাত্রীরা সকলেই যে যেমন পারে সেই রকম হাতে কাজ করে জমা দেয়। কিন্তু এবছর সোয়েলের হাতের কাজ অন্যরকম। তার নতুন কিছু করার এই চিন্তা-ভাবনা আগামীতে যেন আমরা আরও বেশি করে দেখতে পায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct