আপনজন ডেস্ক: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকব দেশটির সংসদ ভেঙে দিয়েছেন। আগামী দুই মাস অর্থাৎ ৬০ দিনের মধ্যে দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। সোমবার টেলিভিশন ও সোশ্যাল সম্প্রচারিত এক ভাষণে এ ঘোষণা দেন ইসমাইল সাবরি ইয়াকুব। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রাজা সুলতান আবদুল্লাহ আহমদ শাহের সম্মতিতে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। সাবাহ, সারাওয়াক, মেলাকা ও জহুর ছাড়া মালয়েশিয়ার অন্য রাজ্য সরকার তাদের নিজ নিজ রাজ্যের বিধানসভা ভেঙে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, যাতে একসঙ্গে ১৫তম সাধারণ নির্বাচন করা যায়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct