নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: বহু চর্চিত কয়লা পাচার মামলায় ফের ডিভিশন বেঞ্চে ধাক্কা খেল রাজ্য তদন্তকারী গোয়েন্দা সংস্থা সিআইডি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের অবকাশকালীন ডিভিশন বেঞ্চে কয়লা পাচার মামলায় সিআইডির তদন্ত এক্তিয়ার নিয়ে শুনানি চলে। এদিন কয়লা পাচার মামলায় জিতেন্দ্র তিওয়ার ওপর সিআইডি তদন্তের ক্ষেত্রে ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেল রাজ্য সরকার। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চও সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখলো। কয়লাকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তের স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার এর সিঙ্গল বেঞ্চ।এদিন সেই নির্দেশই বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি পুজোর ছুটির দু সপ্তাহ পরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। পুজোর ছুটি শেষের চার সপ্তাহ পরে ফের শুনানি।উল্লেখ্য, চলতি বছরের গত ২৭ সেপ্টেম্বর সিঙ্গল বেঞ্চ কয়লাকাণ্ডে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে সিআইডি তদন্তের ওপর স্থগিতাদেশ দেয়। বিচারপতি রাজাশেখর মান্থার রায়ে উল্লেখ করেন,-'এই মামলার তদন্তের ভার সিবিআই-এর হাতেই থাকবে। এখনই এর সিআইডি তদন্তের প্রয়োজন নেই। আপাতত জিতেন্দ্রর বিরুদ্ধে সিআইডি তদন্ত করবে না'। জিতেন্দ্রকে সাক্ষী হিসাবে ডেকে পাঠাবার নোটিশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট । আইনী স্বস্তি পান পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এলাকার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি ।অন্ডাল থানার এক কয়লা পাচার মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জিতেন্দ্র তিওয়ারিকে ডেকে পাঠায় সিআইডি।
সাক্ষী হিসাবে তাঁকে ডেকে পাঠানো হয়। তবে জিতেন্দ্র তিওয়ারি ভবানী ভবনে হাজিরা দেননি। সাথেসাথেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি । ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় ১০ই সেপ্টেম্বরের জিতেন্দ্রকে পাঠানো নোটিসের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সিঙ্গেল বেঞ্চ।কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার এর সিঙ্গল বেঞ্চের পর্যবেক্ষণ,-' কয়লা পাচার মামলায় সিবিআই ইতিমধ্যেই তদন্ত করছে। সিআইডি-কে তদন্ত চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হলে, সেটা সমান্তলার তদন্ত প্রক্রিয়ায় সায় দেওয়া হবে। সিবিআই-এর তদন্তে বাধা দেওয়া হবে'। পাশাপাশি আরও নির্দেশ -' নতুন কোন তথ্য পেলে সিবিআই-কে দেবে সিআইডি'। রাজ্য সরকার সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কে চ্যালেঞ্জ জানিয়ে পাল্টা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়।কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও সিঙ্গল বেঞ্চের রায়কে বহাল রাখা হয় এদিন। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ,-'একই ব্যক্তির বিরুদ্ধে একই মামলায় সমান্তরাল তদন্তের যথার্থতা নেই। বরং সিআইডি-র ক্ষেত্রে এই মামলা সংক্রান্ত নতুন কোন তথ্য থাকলে, তা সিবিআই-কে দিতে হবে'। সিবিআইকে পুজোর ছুটির দু সপ্তাহ পরে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।এতে আইনী স্বস্তি পেলেন আসানসোল পুরসভার প্রাক্তন মেয়র তথা পশ্চিম বর্ধমান জেলার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct