সুব্রত রায়, কলকাতা, আপনজন: পদ হারিয়েছেন মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায় । বিসিসিআই সভাপতির দায়িত্বে তো তিনি নেই-ই, এমনকি বিসিসিআইয়ের কোনও পদেও নেই তিনি। তিনি নেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কোনও পদেও। অথচ বিসিসিআই সম্পাদকের পদে ঠিকই আছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহ। এশিয়া কাপের সময় দুবাইয়ের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। সেই সময় ভারতের পতাকা তাঁর হাতে একজন তুলে দিতে গেলে তিনি তা প্রত্যাখ্যান করেছিলেন। তা নিয়ে শুরু হয়েছিল জোর বিতর্ক। তবুও তিনি ঠিকই পদে আসীন। নেপথ্যে গল্পটা কী?বিজেপি শিবিরে গুঞ্জন ছিল, বাঙালির মহারাজ না কি গেরুয়া তাঁবুতে নাম লেখাবেন। এমনকি গত ৬ মে স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বাড়িতে এসে নৈশভোজও সারেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভাস্থল থেকে সৌরভের উদ্দেশ্যে বলেছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পাতে দই দেওয়ার কথা। বিজেপিতে যোগ দেওয়া নিয়ে গুঞ্জন শোনা গেলেও তা ধীরে ধীরে চাপা পড়ে যায়। গত ৭ মে ডোনা গাঙ্গুলী বলেছিলেন, সৌরভ রাজনীতিতে যোগ দিলে ভালোই করবেন। আর ওইদিন সৌরভ বলেছিলেন, ‘মুখ্যমন্ত্রী আমার খুব কাছের মানুষ’। তিনি এও বলেন, ফিরহাদ হাকিমের কাছে যে কোনও মানুষ গেলে উপকার পান। তবু সৌরভ থেকেছেন অরাজনৈতিক। তাঁর পরিচয় শুধু ‘ক্রিকেটার’।
দুর্গাপুজো উপলক্ষ্যে গত ১ সেপ্টেম্বর রেড রোডে কার্নিভাল মঞ্চে গাঙ্গুলী দম্পতিকে দেখা গিয়েছিল খোশমেজাজে মুখ্যমন্ত্রীর পাশে। এমনকি বিসর্জন কার্নিভালেও ডোনা গাঙ্গুলীর নৃত্য পরিবেশন করার কথা ছিল। তবে অনুষ্ঠানের আগেই চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবশ্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েই তিনি সেই অনুষ্ঠানের জন্য তাঁর ছাত্রীদেরকে মহড়া দিয়েছেন। বিসর্জন কার্নিভালে ডোনা গাঙ্গুলীর ছাত্রীরা নৃত্য পরিবেশনও করেন। আবার সৌরভের ঘনিষ্ঠ বাম নেতা অশোক ভট্টাচার্য। সকলের সঙ্গে গঙ্গোপাধ্যায় পরিবারের সৌজন্যতা বজায় থাকলেও সৌরভ অরাজনৈতিক। তবে বিজেপি’র ‘কাছে টানা’র স্বপ্ন ভঙ্গ হওয়াতেই কি পদ গেল মহারাজের? লক্ষ্য কি ছিল বাঙালির মন জয় করতে বিশ্ববিখ্যাত ক্রিকেটারকে ব্যবহার করা? পদ থাকলেও সৌরভ মহারাজ, আর না থাকলেও তিনি মহারাজই। উল্লেখ্য, ভারতীয় ক্রিকেট বোর্ডে ‘বিজেপি দাপট’। অন্যদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে যাচ্ছেন অমিত পুত্র। অবশ্য, আইসিসি’তে এখনও যেতে পারেন মহারাজ। তা হবে কি না, তা জানতে অপেক্ষা আরও ৪৮ ঘণ্টার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct