সেখ রিয়াজুদ্দিন, বীরভূম, আপনজন: বীরভূম জেলার খয়রাশোল ব্লকের নওপাড়া যুবকবৃন্দের উদ্যোগে শারদীয়া, লক্ষ্মীপূজো ও নবী দিবস উপলক্ষে স্থানীয় আহমদীয়া হাই মাদ্রাসা প্রাঙ্গনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার। এলাকায় সম্প্রীতির নজির হিসেবে গত চার বছর ধরে দলমত, জাতি -ধর্ম -বর্ণ নির্বিশেষে গ্রামের সকল সম্প্রদায়ের সাথে মিলিতভাবে এই প্রয়াস জারি রয়েছে বলে উপস্থিত অতিথিগণ যুবকদের এরূপ সমাজসচেতন মূলক কাজের প্রশংসা করেন । ইতিপূর্বে যুবক বৃন্দের উদ্যোগে বিভিন্ন উৎসবে বস্ত্রদান থেকে শুরু করে লকডাউনে দুস্থদের সাহায্যার্থে অবদান অনস্বীকার্য বলে উল্লেখ করেন।
এই যুব টিম রক্তদান কর্মসূচির সাথে সাথে বর্তমান প্রজন্ম যে মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়ছে তা অনুভব করেন।এবং সেই আসক্তি দূরীকরণে তথা মোবাইল থেকে বিরত থাকার জন্য যুবকদলের চিন্তাভাবনা ঐ সমস্ত ছেলেদের খেলার অঙ্গনে আনয়নে গ্রামের সাতটি দলের হাতে ফুটবল তুলে দেওয়া হয় রক্তদান শিবিরের মঞ্চ থেকে।শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলাদেরও রক্তদানে উৎসাহ ছিল চোখে পড়ার মতো । এদিন মোট পঞ্চান্ন জন স্বেচ্ছায় রক্তদান করেন । রক্তদাতাদের হাতে মিষ্টির প্যাকেট সহ উপহার সামগ্রী ও শংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দগন। নওপাড়া যুবকদের এই সামাজিক কাজে উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন লোকপুর থানার ওসি সন্তোষ ভকত, দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেন, খয়রাশোল পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামল গায়েন,নাকড়াখন্দা গ্রাম পঞ্চায়েত প্রধান সম্পা গন,উপপ্রধান শেখ লুৎফর রহমান, সমাজসেবী আব্দুর রহমান,কাঞ্চন দে, শ্রীমন্ত মুখার্জী, স্বপন সেন, গ্রামের তিনজন হাজী সাহেব সহ স্থানীয় মসজিদ ও মাদ্রাসার ইমামগণ । যুবকবৃন্দদের পক্ষ থেকে এক সাক্ষাৎকার আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত বিবরণ দেন এবং আগামী দিনে যুব সম্প্রদায়কে মোবাইল ছেড়ে খেলার প্রতি আগ্রহ বাড়ানোর লক্ষ্যে তথা শরীর স্বাস্থ্য গঠনের লক্ষ্যে ফুটবল খেলার আয়োজন করা হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct