সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রবিবার বিকেলে হঠাৎ করে ক্যাম্পের সামনে মোটর সাইকেলের সঙ্গে ধাক্কা মারে নায়িসা ইয়াসমিন নামের এক বাচ্চা তখন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভারত বাংলাদেশ সীমান্ত জলঙ্গি ১৪১ নং বিএসএফ ক্যাম্পের সামনে একটি দ্রুত গতিতে আসা মোটর সাইকেল আরোহী সজোরে ধাক্কা মারের ক্যাম্পের সামনে থাকা এক বাচ্চাকে। দুর্ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ক্যাম্পে থাকা বিএসএফ জওয়ানেরা ছুটে এসে আহত বাচ্চা কে উদ্ধার করে বিএসএফের অ্যাম্বুলেন্স করে স্থানীয় সাদিখান দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে বাচ্চার অবস্থার অবনতি হলে পাঠানো হয় ডোমকল মহকুমা হাপাতালে তার পরে বিএসএফ তাঁদের করতে করে মহকুমা হাপাতালে নিয়ে যায়। বিএসএফের এমন কাজে খুশি সীমান্ত এলাকার মানুষ। আহত বাচ্চার মা জানান বাড়ি থেকে খেলতে বেরিয়ে এই দুর্ঘটনা, বিএসএফ দাদারা না থাকলে অনেক বড়ো দুর্ঘটনা ঘটতে পারতো, অনেক অনেক ধন্যবাদ জানান বিএসএফ জওয়ানদের আহতের কাকিমা ভারতি বিবি। বিএসএফ জানান আমাদের কাজ মানুষের সেবা করা সেটা সীমান্ত বা দেশের ভিতরে সর্ব ক্ষেত্রে ভারত বাসির পাশে থাকবে দেশের সেনাবাহিনী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct