জয়প্রকাশ কুইরি, পুরুলিয়া, আপনজন: সম্প্রতি মাস কয়েক আগে দুধের গাড়ি উল্টে গিয়ে তা থেকে বের হয়েছিল গরু। পুরুলিয়ার হুড়ায় সেই ঘটনা ঘিরে গরু পাচারের অভিযোগ উঠেছিল। এই আবহে রবিবার রাতে আবারও সেই হুড়াতেই গরু ও মোষ বোঝাই বেশ কয়েকটি গাড়ি আটক করলো ওই এলাকার তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা। গাড়ি এবং গবাদি পশুগুলি পুলিশের হাতেও তুলে দিয়েছেন তারা। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েক জনকে। ধৃতদের সোমবার পুরুলিয়া জেলা আদালতে হাজির করানো হয়। জানা যায় বিচারক ৫ জনকে ১০ দিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। বাকি ২৮ জনকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক করা হয়েছে মোট ২৩ টি গাড়ি। এই বিষয়ে পুরুলিয়া জেলা পুলিশ সুপার এস সেলভা মুরুগন জানিয়েছেন, ২৩ টি গাড়ি থেকে আটক করা হয়েছে গরু এবং মোষ মিলিয়ে মোট ১৪৯ টি গবাদি পশু। তার মধ্যে ৮ টি পশু মারা গিয়েছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ওই গবাদি পশু উত্তরপ্রদেশ এবং বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোট ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে গবাদি পশু পাচার-সহ বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। এই বিষয়ে হুড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রসেনজিৎ মাহাতো বলেন, দলের যুব নেতা চন্দন দত্ত-সহ আমাদের তৃণমূল কর্মীরা রবিবার রাতে ওই গাড়িগুলি আটক করেছেন। তৃণমূলের অভিযোগ, পাচারচক্রের সঙ্গে যোগসাজশ রয়েছে বিজেপির। যদিও সেই অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলকেই দোষারোপ করেছে গেরুয়া শিবির। পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি বিবেক রাঙা বলেন, তৃণমূল হাস্যকর কথাবার্তা বলছে। সরকার ওদের , প্রশাসন ওদের , মুখ্যমন্ত্রীও ওদের। অথচ ওরা বলছেন, পুলিশ বিজেপির কথায় কাজ করছে। এ সব কেউ বিশ্বাস করবে কি ? সকলেই জানে, পুলিশ কাদের হয়ে কাজ করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct