আপনজন ডেস্ক: নারী হাফেজাদের নিয়ে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শাইখা ফাতেমা বিনতে মুবারক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পুরস্কারের ষষ্ঠ পর্বে ৫০টি দেশের ৫০ প্রতিযোগী অংশ নিয়েছে। গত ৭ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় উত্তীর্ণ সেরা ১০ হাফেজাকে পুরস্কার দেওয়া হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সেনেগালের আন্দাতি সিসি, দ্বিতীয় স্থান অধিকার করেন নাইজেরিয়ার আয়েশা আবু বকর হাসান এবং যৌথভাবে তৃতীয় স্থান অধিকার করেন আলজারিয়ার শাইমা আনফাল তাবানি ও তিউনিসিয়ার জয়নব বিনতে রেজা ইবনে আলহাজ সালেহ। বার্তা সংস্থা ওয়াম সূত্রে জানা যায়, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের আন-নাহদা উইমেনস এসোসিয়েশন এর প্রধান শাইখা আমিনা বিনতে হুমাইদ আল-তায়ির ও উইমেন ইউনিয়নের সেক্রেটারি জেনারেল নুরাহ আল-সুওয়াইদিসহ দেশটির কুরআন বিষয়ক বিভিন্ন সংস্থার প্রধানরা।
পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় পুরস্কার বিতরণ অনুষ্ঠান। এতে তিলাওয়াত করেন- মিসরের প্রতিযোগী নাওরান আকরাম হামেদ মাবরুক, বাংলাদেশের প্রতিযোগী আফসানাহ খানম বুশরা ও মরক্কোর প্রতিযোগী ফারাহ আমশিশু। এরপর উপস্থিত অতিথিদের জন্য এ প্রতিযোগিতার কার্যক্রম নিয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শনী হয়। অনুষ্ঠান শেষে দোয়া পরিবেশন করেন প্রতিযোগিতার বিচারক প্যানেলের প্রধান সৌদি আরবের অধ্যাপক ড. ইবরাহিম সুলাইমান আল-হুমাইল। মুসলিম ছেলে-মেয়েদের কুরআন হিফজে উদ্বুদ্ধ করতে এইপ্রতিযোগিতার আয়োজন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct