আপনজন ডেস্ক: রবিবার দিল্লিতে বিশ্ব হিন্দু পরিষদ ও অন্যান্য দক্ষিণপন্থী সংগঠনগুলির উদ্যোগে আয়োজিত ‘হিন্দু মহাসভা’ অনুষ্ঠানে পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ পরভেশ ভার্মা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষকে ‘সর্বাত্মক বয়কট’ করার ডাক দিয়েছেন। ভিএইচপি-র আন্তর্জাতিক যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈন, যিনি অভিযোগ করেন, একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা দিল্লিকে “মিনি পাকিস্তান” করার চেষ্টা করছে। তার পরে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভার্মা বলেন, “তারা অস্থায়ী স্টলগুলিতে জিনিস বিক্রি করছে। তাদের স্টল থেকে সবজি কিনতে হবে না। তারা নন-ভেজ বিক্রি করে। আমাদের দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে জিজ্ঞাসা করা দরকার, সমস্ত দোকান, যাদের মালিকদের লাইসেন্স নেই, সেগুলি বন্ধ করে দেওয়া হোক। তাদের রেস্টুরেন্ট বর্জন করুন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া রবিবারের অনুষ্ঠানের ভিডিওগুলিতে ভার্মাকে বলতে শোনা যায়, ‘যদি তাদের শিক্ষা দিতে চান তবে সম্পূর্ণ বয়কটই একমাত্র উপায়। তারপর স্রোতাদের তার সঙ্গে একমত হতে সম্মতি চান। ভার্মা আরও বলেন, ‘শপথ নিন যে তাদের পুরোপুরি বয়কট করব। তাদের কাছ থেকে কিছু কিনব না। তাদের কোনও মজুরি দেব না।
এ নিয়ে মিম সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, বিজেপি-সাংসদ রাজধানীতে প্রকাশ্যে মুসলিমদের বয়কট করতে শপথ নেওয়ার ডাক দিয়েছেন। মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। অথচ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ও স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চুপ রয়েছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct