আপনজন ডেস্ক: সারা রাত ধরে জেরা করার পর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডির হাতে গ্রেফতার হলেন প্রাথমিক পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। মঙ্গলবার তাকে গ্রেফতার করার কথা ঘোষণা করে ইডি। সোমবার দুপুরে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যকে। এর আগেও তাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অবশেষে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয় এদিন। আজ মঙ্গলবার তাকে আদালতে তোলা হবে।
উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে চার্জশিট পেশ করে তাতে নাম ছিল মানিক ভট্টাচার্যের। তাতে উল্লেখ করা হয়েছিল প্রাথমেক নিয়োগ দুর্নীতিতে এক বড় ভূমিকা ছিল মানিকের। মানিকের বিরুদ্ধে ইডির মূল অভিযোগ ছিল, টেটে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন অযোগ্যরা। এ নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টে সিবিআইয়ের চার্জশিট নিয়ে অসন্তোষ প্রকাশ করে বরেছিলেন, অনেকে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছেন। যারা ধূন্য পেয়েছেন তাদেরকে ৫০-ও দেওয়ার অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে মানিকের কথপোকথনের প্রসঙ্গও ইডির চার্জশিটে উল্লেখ করা হয় বলে সূত্রের দাবি।
প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্য নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়কও। তাই বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়ের পর শাসক দলের তিনি হলেন দ্বিতীয় বিদায়ক ডিনি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হলেন। তবে সুপ্রিম কোর্টের নির্দেশে মানিককে ১০ অক্টোবর পর্যন্ত গ্রেফতার করা যাবেনা বলা হয়েছিল। সিবিআইয়ের ক্ষেত্রে সেই নির্দেশ থাকলেও ইডির ক্ষেত্রে ছিল না। ফলে, ইডির ক্ষেত্রে মানিককে গ্রেফতার করতে অসুবিধা হয়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct