সুব্রত রায়, কলকাতা, আপনজন: ফের দুর্নীতি মামলায় কাঁথি থানায় হাজিরা দিলেন শুভেন্দু অধিকারীর ভাই। সোমবার কাঁথি থানায় সৌমেন্দু অধিকারীকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জানা গিয়েছে, সারদা কাণ্ডের একটি মামলাতেই তাঁকে জেরা করা হয়েছে।পুলিশ সূত্রে খবর, কাঁথি পুরসভা থেকে সারদা সংক্রান্ত ফাইল লোপাট কাণ্ডে সৌমেন্দুকে জেরা করা হয়েছে। উল্লেখ্য, কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন সৌমেন্দু অধিকারী। এছাড়াও একাধিক দুর্নীতিতে জড়িয়েছে তাঁর নাম। গত ৭ অক্টোবর শ্মশান-দুর্নীতি মামলায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে কাঁথি থানায় তলব করেছিল পুলিশ। গত শুক্রবার এই মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করার জন্য কাঁথি থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের সেই নির্দেশের প্রেক্ষিতে ওইদিন আইনজীবীদের সঙ্গে নিয়ে কাঁথি থানায় গিয়েছিলেন সৌমেন্দু অধিকারী।
কাঁথি পুরসভার দু’বারের পুরপ্রধান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। পুরসভার প্রধানের দায়িত্ব সামলানোর সময় তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে। সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করে কাঁথি থানার পুলিশ। কাঁথি পুরসভার কাছে শ্মশানের জমিতে দোকান তৈরি নিয়ে তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে। এমনকি পুরসভার ত্রিপল দুর্নীতি-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। যদিও রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সৌমেন্দু। গত ১১ অগস্ট কলকাতা হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দেয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারলেও গ্রেফতার করতে পারবে না তদন্তকারীরা। যদিও তাঁকে তদন্তে সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দেয় আদালত। জানা গিয়েছে, আগামী শুক্রবার তাঁকে ফের কাঁথি থানায় হাজিরা দিতে বলা হয়েছে। ওই দিন তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রভাত কুমার কলেজের জমি দুর্নীতি সংক্রান্ত একটি মামলা নিয়ে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct