আপনজন ডেস্ক: আফগানিস্তানের কাবুলে গত জুলাইয়ে আল-কায়েদা প্রধান আয়মান আল-জাওয়াহিরি হত্যার পর প্রথমবার তালেবানের সঙ্গে বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বৈঠকের সঙ্গে জড়িত দুই কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আল-জাওয়াহিরিকে হত্যার পর প্রথমবার তালেবানের সঙ্গে সম্মুখে বৈঠকে বসেছেন বাইডেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। শনিবার এ বৈঠকটি কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত হয়েছে। সেখানে বাইডেন প্রশাসনের পক্ষ থেকে সিআইএর উপ-পরিচালক ও আফগানিস্তান সম্পর্কিত মার্কিন স্বরাষ্ট্র দফতরের শীর্ষ কর্মকর্তা ছিলেন। তালেবানের পক্ষে ছিলেন তাদের গোয়েন্দা সংস্থার প্রধান আব্দুল হক ওয়াসিক। ট্রাম্প প্রশাসনের মধ্যস্ততায় শর্তসাপেক্ষে ২০২১ সালের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোর সৈন্য প্রত্যাহার করা হয়। তখন সন্ত্রাসীদের প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে তালেবান। কিন্তু গত ৩১ জুলাই কাবুলে ড্রোনের মাধ্যমে আল-জাওয়াহিরিকে হত্যার পর তালেবানের বিরুদ্ধে সন্ত্রাসীদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ তোলে যুক্তরাষ্ট্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct