আপনজন ডেস্ক: ঘণ্টায় ১৪০ কিলোমিটার ঝড়ের রূপ নিয়ে মধ্য আমেরিকার প্রজাতন্ত্রী দেশ নিকারাগুয়ায় আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন জুলিয়া। এতে আগামী কয়েকদিন অঞ্চলটিতে বিরাজ করবে বিপজ্জনক আবহাওয়া।মার্কিন যুক্তরাষ্ট্র্রের জাতীয় হারিকেন সেন্টার (এনএইচসি) থেকে এ তথ্য জানানো হয়েছে। এনএইচসি জানায়, রোববার সকালে নিকারাগুয়ার লাগুনা ডে পারলাসের কাছে ঝড়টি আঘাত হেনেছে। ৫টায় আগে নিকারাগুয়ার রাজধানী ব্লুফ্লিডস থেকৈ উত্তর-উত্তরপশ্চিমে ৩০ মাইল দূরে ছিল হারিকেনটি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct